কুষ্টিয়া জেলা এনসিটিএফ এর হাসপাতাল মনিটরিং

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স, কুষ্টিয়া জেলার কার্যনির্বাহী কমিটির সদস্যরা নভেম্বর মাসের আলোচ্য সূচী অনুযায়ী কুষ্টিয়া সরকারী সদর হাসপাতাল মনিটরিং এ আসেন ১১ই নভেম্বর ২০১৬ইং। মনিটরিং করার সময় দেখা যায় অসুস্থ্য  শিশুদের মধ্যে বেশির ভাগ শিশুই ঠান্ডা জ্বরে আক্রান্ত হচ্ছে। ওয়ার্ডে  পরিদর্শনকৃত ডাক্তার বলেন সাধারণত আবহাওয়া পরিবর্তনের জন্য এসময় শিশুদের জ্বর ঠান্ডা লাগে। এছাড়া শিশুর অভিভাবকরা বলেন হাসপাতালে চিকিৎসা ভালো পাওয়া যাচ্ছে কিন্তু হাসপাতালের পরিবেশগত পরিষ্কার পরিচ্ছন্নতা আরো ভালো হওয়া দরকার। হাসপাতালের বাথরুমগুলো ব্যবহার করার মতো নাই। এ বিষয়ে হাসপাতাল কতৃপক্ষের সাথে কথা বললে, বলেন লোকবল কম থাকার কারণেই এই সমস্যা হচ্ছে। হাসপাতাল মনিটরিং এ উপস্থিত ছিলেন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স, কুষ্টিয়া জেলার সভাপতি আজমাইন মাহমুদ শুভ্র, সাধারণ সম্পাদক যুথিকা রানী দাস, চাইল্ড পার্লামেন্ট মেম্বার হৃদয় আহমেদ সুজন, শিশু সাংবাদিক নিয়ামত আলী,  শিশু গবেষক শাহারিয়ার রহমান ও জেরিন তাবাস্সুম এশা কার্যনির্বাহী সদস্য তানজির রহমান এবং জেলা ভলান্টিয়ার মো: শাকিল ইসলাম।

জেলা পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করল কুড়িগ্রাম এনসিটিএফ

পহেলা ডিসেম্বর ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) জেলা কার্য-নির্বাহী কমিটির উদ্যোগে কুড়িগ্রাম জেলার নবাগত পুলিশ সুপার জনাব মেহেদুল করিমের সাথে সাক্ষাৎ করা হয়েছে। ফুলের শুভেচ্ছা জানানোর মাধ্যমে এনসিটিএফ এর সকল কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। এসময় পুলিশ সুপার এনসিটিএফ এর কার্যক্রমে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিটিএফ জেলা কমিটির সভাপতি কে এম রেজওয়ানুল হক নুরনবী,সহ-সভাপতি সংগ্রামী প্রীতি বাঁধন, সাধারন সম্পাদক আতিয়া সানজিদা স্মৃতি,চাইল্ড পার্লামেন্ট মেম্বার সাদিক হোসেন রাহাদ, স্কুল কমিটির সদস্য সালামুন, লুবনা আফসারী, জেলা ভলান্টিয়ার মোফছেনা সুলতানা, ফারজানা ইয়াসমিন মৌসুমি প্রমুখ।

কুড়িগ্রামে শিশু নির্যাতন রোধ ও শিশু সুরক্ষা নিশ্চিত করার দাবীতে এনসিটিএফ এর স্মারকলিপি প্রদান

১লা ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বেলা ১০টায়  ন্যাশনাল চিলড্রেন’স ট্রাস্কফোর্স (এনসিটিএফ) কুড়িগ্রাম জেলা কার্য-নির্বাহী কমিটির উদ্যোগে শিশু নির্যাতন রোধ ও শিশু সুরক্ষা নিশ্চিত করার দাবীতে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট আবদুল লতিফ খান স্মারকলিপিটি গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন এনসিটিএফ জেলা কমিটির সভাপতি কে এম রেজওয়ানুল হক নুরনবী,সহ-সভাপতি সংগ্রামী প্রীতি বাঁধন, সাধারন সম্পাদক আতিয়া সানজিদা স্মৃতি, চাইল্ড পার্লামেন্ট মেম্বার সাদিক হোসেন রাহাদ, স্কুল কমিটির সদস্য সালামুন, জেলা ভলান্টিয়ার মোফছেনা সুলতানা, ফারজানা ইয়াসমিন মৌসুমি প্রমুখ।

ভোলায় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে (মাঝের চর) উপকূলের শিশুরা

ভোলার দৌলতখান উপজেলার ১নং ইউনিয়ন মদনপুরে দারিদ্রতার অভাবে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিশুরা।জরিয়ে পড়ছে বিভিন্ন ঝুকিপূর্ন কাজে। যে বয়সে শিশুদের বই খাতা নিয়ে স্কুলে যাবার কথা সেই বয়সে স্কুল গামী শিশুরা যাচ্ছে নদীতে মাছ ধরতে, মাঠে মাঠে গরু-ছাগল চড়াতে কেই বা সহযেগীতা করছে বাবা মায়ের কাজে এরা বাবা, ভাই অথবা অন্য কারো সাথে নৌকায় করে মাছ ধরতে যায়। ১-২ দিন পর ১০০-২০০ টাকা পায়। ফলে পরিবারের আর্থিক অভাব-অনটন কিছুটা কমিয়ে এনেছে এ সকল শিশুরা।

দৌলতখান উপজেলার ১নং ইউনিয়ন যাকে লোকে মাঝের চর নামে চিনে। ঐ চরে ৬-৭ হাজার লোকের বসতী । স্কুলগামী শিশুদের সংখ্যা প্রায় ১০০০-১২০০ শতাধিক। বসতীদের জীবিকা উপার্জনের প্রধান মাধ্যম মৎস্য শিকার ও চাষাবাদ করা। বর্ষার মৌসুমে তাদের চলাচলের এক মাত্র বহন নৌকা। পরিবারের অভাবে-অনটনের কারনে উপার্জনের তাগিদে তাদের জীবন জরিয়ে যাচ্ছে ঝুকিপূর্ন কাজে। ফলে ঐ চরে বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা। যদি ও ঐ চর টি তে ৮টি প্রাইমারী স্কুল ও ১টি নিম্ম মাধ্যমিক স্কুল রয়েছে। কিন্তু সে সকল স্কুলের কোনটিতে আবার শিক্ষক সংকট আবার কোনটিতে শিক্ষকদের অবহেলা এমত অবস্থায় চরের শিশুরা বঞ্চিত হচ্ছে পড়াশোনা থেকে।

একই এলাকার কামাল মাঝি বলেন আমাগো অভাবের সংসার আমি কী ভাবে আমার পোলাপাইনেরে পড়ামু। তাছলিমা বেগম বলেন আমার পেলাডারে স্কুলে দিছিলাম কিন্তু কয় দিন পরই পোলার বাপে পোলারে নৌকায় লইয়া যায়। ইব্রাহীমের স্ত্রী ফাতেমা বেগম জানান এই চরের প্রায় সব শিশুরাই কোন না কোন কাজ জড়িয়ে পড়েছে অভাবের তাড়নায়।

এনসিটিএফ শিশুরা মানুষ গড়ার কারিগর

এনসিটিএফ রায়ের বাজার এর উদ্যেগে গত ২৮/১১/২০১৬ রোজ সোমবার সকাল ০৯ টায় বৈশাখি খেলার মাঠে লানিং ক্যাম্প এর আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৩৪ নং ওর্য়াডের কাউন্সিলর জনাব আলহাজ্ব মো: তাহের খান বলেন এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারলাম এনসিটিএফ অনেক গুছিয়ে সুন্দর কাজ করতে পারে। এককথায় এনসিটিএফ আর্দশ মানুষ গড়ার কারিগর।

লানিং ক্যাম্পে ২০০ জন্য শিশুর মাঝে বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। যেমন: কুইজ, মিউজিক্যাল চেয়ার, ঘুরি উড়ানো, বালিশ খেলা সারাদিন ব্যাপি অনুষ্ঠানে এনসিটিএফ, এডি, স্পন্সরশীপ, এসএইচএন, সিবিএইচই, বিই সহ বিভিন্ন দলের শিশু নেতৃবৃন্দ তাদেও নিজ নিজ কর্মসূচির অভিজ্ঞতা বিনিময় করেন, তারা কোথায় কিভাবে কি কাজ করেন। এই কর্মসুচির মাধ্যমে রায়েরবাজার এলাকায় শিশু অধিকার প্রতিষ্ঠার জন্য সহায়ক ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা তাদের মতামত তুলে ধরেন।

এনসিটিএফ সভাপতি মো: আমির হোসেন আরিফ এর সভাপতিত্বে আরো উপন্থিত ছিলেন ৩৪ নং ওর্য়াড আওয়ামীলিগ এর সাধারন সম্পাদক জনাব মো: সিদ্দিকুর রহমান, আবু জাফর মোহাম্মদ হোসাইন সিনিয়র অফিসার, মো: শহিদুল ইসলাম শান্ত, সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল। শায়লা সুলতানা, প্রোগাম ম্যানেজার (আইসিডিপি) আফরিন আক্তার, প্রোগাম অফিসার (সিপি-সিআরজি), জান্নাতুল ইসলাম টুম্পা, সোস্যাল ওর্য়াকার, মানবিক সাহায্য সংস্থা। এনসিটিএফ সদস্য সহ বিভিন্ন শিশুদলের মোট ২২০ জন অংশগ্রহণ করেন।

মেহেরপুর এনসিটিএফ এর হাসপাতাল পরিদর্শন

২৮ নভেম্বর ২০১৬ এনসিটিএফ মেহেরপুর জেলা ও উপজেলার কমিটির সমন্বয়ে একটি প্রতিনিধি দল মেহেরপুর জেলার ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করে। যেখানে মোট শিশুর সংখ্যা ছিল ২৬ জন। যারা বিভিন্ন রোগ দ্বারা যেমন সর্দি, জ্বর, নিউমোনিয়া ইত্যাদি দারা আক্রান্ত ছিল। পরিদর্শনকালে দেখা যায় শিশু বিভাগটি পরিস্কার থাকার পাশাপাশি শিশুদের বিভিন্ন রোগের সুচিকিৎসা দেয়া হচ্ছে। এসময় এনসিটিএফ এর শিশুরা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আহসান কবির এর সাথে সাক্ষাৎ করে এবং হাসপাতালের শিশু বিভাগটি পরিস্কার থাকার পাশাপাশি শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য এনসিটিএফ এর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। শিশু ওয়ার্ড পরিদর্শন কালে উপস্থিত ছিল জেলা এনসিটিএফ এর সাধারন সম্পাদক মুসলিমা মুন্নি, উপজেলার সভাপতি সাব্বির হায়াত, সহ সভাপতি মাহমুদা সিদ্দিকা এলিজা, শিশু সাংবাদিক তায়েফ, শুভ এবং উপজেলা ভলেনটিয়ার আব্দুল মান্নাফ।

সম্পন্ন হল এনসিটিএফ উপজেলা কমিটির মাসিক সভা

২৭  নভেম্বর  ২০১৬ বেলা ১১ ঘটিকায় পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হল উপজেলা কমিটির মাসিক সভা । উপজেলার কমিটির  সভাপতি  সাব্বির হায়াতের সভাপতিতে উক্ত সভায় আরও উপস্তিত ছিলেন উপজেলা কমিটির অন্যান্য সদস্য গণ, সেভ দ্য চিলড্রেন এর সিনিয়র অফিসার নাশিদুল হক , উপজেলা  ভলেন্টিয়ার আব্দুল মান্নাফ ও সুরভী ইসলাম। উক্ত সভার আলোচিত বিষয় ছিলঃ ইউনিয়ন কমিটির ডায়ালগ মিটিং  এর অর্জনসমূহ নিয়ে আলোচনা, উপজেলা কমিটির পাবলিক হিয়ারিং আয়োজন সম্পর্কিত আলোচনা, লার্নিং ক্যাম্প আয়োজন সম্পর্কিত আলোচনা, জেলা প্রশাসক , অতিরিক্ত জেলা প্রশাসক , পুলিশ  সুপার , সদর উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষা কর্মকর্তা, সিভিল সার্জন সহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের  সাথে সাক্ষাৎ ও  পাবলিক হিয়ারিং এবং লার্নিং ক্যাম্পের আমন্ত্রণ জানানো , শিশু পরিবার পরিদর্শন , প্রতিবন্ধি স্কুল পরিদর্শন , হাসপাতাল পরিদর্শন  এর সময়সূচি নির্ধারণ করা হয় । এছাড়া আগামী মাসে পত্রিকা প্রকাশের জন্য শাফি মুস্তারি মায়াকে সম্পাদক করে পত্রিকা প্রকাশের জন্য  লেখা আহ্বান করা হয় ।

ময়মনসিংহ এনসিটিএফ এর মাসিক সভা অনুষ্ঠিত

২৬শে নভেম্বর রোজ শনিবার বেলা ৩ ঘটিকায় এনসিটিএফ ময়মনসিংহের মাসিক সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ,নতুন সদস্য সহ জেলা ভলেন্টিয়ার ও সেন্টার ইয়ুথ ভলেন্টিয়ার-আরিফ আরমান বাদল উপস্তিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন এনসিটিএফ ময়মনসিংহের সভাপতি শামস আল জাফির।

সভার আলোচ্য বিষয়:
১.২০১৬ সালের পত্রিকা ছাপানোর জন্য কাজ শুরু করা।
২.পরবর্তী মিটিং এর দিন ধার্য করা।

এনসিটিএফ নাটোর এর শিশু নির্যাতন, শিশু হত্যা বন্ধে ও শিশুর সুরক্ষার দাবিতে জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান

নাটোরে শিশু নির্যাতন, শিশু ধর্ষণ, শিশু হত্যা বন্ধে এবং জেলার শিশুদের সুরক্ষার দাবিতে নাটোর জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করেছে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) নাটোর জেলা কমিটির সদস্যরা।

গত ২৩ নভেম্বর সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের অনুপস্থিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ মনীরুজ্জামান ভুঁয়া স্যার এর নিকট স্বারকলিপি হস্তান্তর করা হয়। সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু নির্যাতন, শিশু হত্যা সহ শিশু অধিকার লঙ্ঘনের ঘটনা প্রকাশিত হয়। এ সকল ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবি তুলে ধরা হয়েছে স্মারকলিপিতে।

এনসিটিএফ শরীয়তপুরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

শরীয়তপুর জেলা এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির উদ্যোগে শিশু একাডেমী, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় গতকাল সোমবার বেলা ৩টায় বাংলাদেশ শিশু একাডেমী, শরীয়তপুর মিলনায়তনে জেলা পর্যায়ের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিটিএফ শরীয়তপুরের সহ-সভাপতি আলিজা আলী জেরিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, শরীয়তপুরের বিভিন্ন স্থানে এনসিটিএফ সদস্যরা শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং করে আসছে। এর মধ্যে জেলার বিভিন্ন স্পট, বিসিক শিল্প নগরী, বাসস্ট্যান্ড উল্লেখযোগ্য। এসকল স্থানে এখনো অনেক শিশু বিভিন্ন ধরণের ঝুঁকিপূর্ণ কাজ করে চলছে। আমরা চাই এসব শিশু অর্থের অভাবে কাজে লিপ্ত হলেও তারা যেন লেখাপড়ার সুযোগ পায়। এনসিটিএফ জেলা কমিটির সদস্যরা শরীয়তপুর জেলায় এনসিটিএফ এর কার্যক্রম পরিচালনার জন্য কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। উপস্থিত সাংবাদিকবৃন্দ এনসিটিএফ সদস্যদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিটিএফ শরীয়তপুর জেলা কার্যনিবাহী কমিটি সভাপতি সাইফুল ইসলাম রিমন বলেন, ইদানীং শিশু নির্যাতন, শিশু শ্রম, ইভটিজিং, শিশু ধর্ষণ এর মতো বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডের পরিমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এগুলো বন্ধের জন্য গণমাধ্যমকর্মীদের ভুমিকা লক্ষ্যনীয়। আপনাদের সহযোগীতা পেলে এনসিটিএফ শরীয়তপুর আরো দ্রুত গতিতে তাদের পদক্ষেপ গ্রহনে সক্ষম হবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বলেন , বর্তমান সরকার শিশুদের অধিকারের বিষয়ে যথেষ্ট আন্তরিক। সরকারের লক্ষ্য দেশে কোন পথশিশু থাকবে না। কিন্তু অনেক ক্ষেত্রে শিশুদের অনিচ্ছার কারণেই তাদের পুনর্বাসন করা সম্ভব হচ্ছে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আক্তার উজ্জামান, এনসিটিএফ-শরীয়তপুর এর সভাপতি সাইফুল ইসলাম রিমন , সহ-সভাপতি আলিজা আলী জেরিন , যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শুভ, সাংগঠনিক সম্পাদক আসিফ ইকবাল, শিশু সাংবাদিক আমিনুল ইসলাম, চাইল্ড পার্লামেন্ট মেম্বার মাসুদ হাওলাদার সহ প্রমুখ।