পথশিশুদের সাথে কিছুক্ষণ

সৌরভ দাস(সদস্য), এনসিটিএফ, পিরোজপুর: এনসিটিএফ মিটিং রুম থেকে বের হয়ে ভাবলাম, যাই কিছু একটা খেয়ে আসি। ঠিক হল ফুসকা খাওয়া হবে।  ফুসকা খেতে গিয়ে দেখলাম /৪টা ছেলে একা একা নিজের মনে খেলা করছে। কিছুক্ষণ পরে ওদের মধ্যে একটা ছেলে এসে বলল, ”ভাইয়া, একটা ফুসকা দেবেন? প্রচণ্ড মায়া লাগল। ফুসকাওয়ালা জাহিদ ভাইয়াকে আরো ৪প্লেট ফুসকা দিতে বললাম। সত্যিই ওদের খুশিটা দেখার মত ছিল। খেয়াল করলাম, ওদের মধ্যে একজনের শরীরে প্রচন্ড জ্বর।  ওকে একটা ওষুধের দোকানে নিয়ে গিয়ে প্যারাসিটামল কিনে দিলাম। তারপর যার যার বাসায় চলে আসলাম। আমাদের থেকে ওদের কষ্টটা  অনেক অনেক বেশি। তাই একটাই অনুরোধ, ওদের সাথে কেউ কোনোদিন খারাপ ব্যবহার করবেন না।

মৌলভীবাজার এনসিটিএফ এর মে মাসের মাসিক সভা অনুষ্ঠিত

২০ মে  ২০১৬ইং তারিখে এনসিটিএফ মৌলভীবাজার জেলার মে মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় বাংলাদেশ শিশু একাডেমী, মৌলভীবাজার এনসিটিএফ জেলা কার্যালয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয় । সভায় জেলা কার্যকরী কমিটির সদস্যের সাথে আরো উপস্থিত ছিলেন হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাধুরী মজুমদার, শিশু একাডেমীর  লাইব্রেয়িয়ান ফরিদ উদ্দীন, এনসিটিএফ মৌলভীবাজার জেলা ভলান্টিয়ার চৈতী দত্ত , সহকারী জেলা ভলান্টিয়ার কামরুল ইসলাম এবং এনসিটিএফ মৌলভীবাজারের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক মাহফুজুর মাহদী , রোমেনা প্রমুখ।
সভায় এনসিটিএফ মৌলভীবাজার জেলার স্কুলগুলোতে স্কুল কমিটি করার ব্যাপারে আলোচনা করা হয়। এছাড়াও এনসিটিএফ এর নতুন কার্যকরী কমিটির পরিচয় পর্ব সম্পন্ন হয়। জেলা প্রশাসকের সাথে মত বিনিময় সভা আগামী সপ্তাহে  অনুষ্টিত হবে। সভাটি এনসিটিএফ মৌলভীবাজারের জেলার শিশু গবেষক সামিন বক্স সাদির সভাপতিত্বে সকাল ১১;৩০ ঘটিকা পর্যন্ত চলে।

সিলেট এনসিটিএফ এর মে মাসের মাসিক সভা অনুষ্ঠিত

এনসিটিএফ সিলেটের মে মাসের মাসিক সভায় আলোচনা করছেন কমিটির সদস্যরা।
সভায় এনসিটিএফ এর পরবর্তী কার্যক্রমগুলো সম্পর্কে আলোচনা করা হয়, যার অন্যতম একটি আলোচ্য বিষয় “ঈদবস্ত্র বিতরণ”, এবারের ঈদে এন সি টি এফ সিলেটের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত শিশুদের ঈদবস্ত্র বিতরণ করে ঈদের আনন্দ সকল শিশুর মাঝে ছড়িয়ে দেয়ার আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এছাড়াও সমসাময়িক আরো কিছু বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়13217258_838739789564310_3782032380060636024_o

শিশু একাডেমী কর্তৃক আয়োজিত বিশ্বনন্দিত গণিত বিশারদ প্রফেসর আব্দুল করিম এর সম্মাননা (মরণোত্তর)

বিজন ঘোষ # সভাপতি # এনসিটিএফ # চাঁপাইনবাবগঞ্জ : শিশু একাডেমী কর্তৃক আয়োজিত বিশ্বনন্দিত গণিত বিশারদ প্রফেসর আব্দুল করিম এর সম্মাননা (মরণোত্তর) উপলক্ষে জেলা প্রশাসক মহোদয়ের উপস্থিতিতে আলোচনা পুরষ্কার বিতরণ অনুষ্ঠান২০১৬তে অংশগ্রহণ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা এনসিটিএফ। উক্ত অনুষ্ঠানে এনসিটিএফ_চাঁপাইনবাবগঞ্জএর পক্ষ থেকে  বক্তব্য প্রদান করেন সভাপতি বিজন_ঘোষ। অনুষ্ঠানে তিনি জেলা প্রশাসক মহোদয়ের নিকট চাঁপাইনবাবগঞ্জএর শিশুদের সার্বিক অবস্থা তুলে ধরেন, শিশুদের বিনোদনের জন্য শিশুপার্ককে পুরোপুরি উপযোগী করার জন্য অনুরোধ করেন, সর্বোপরি চাঁপাইনবাবগঞ্জকে একটি শিশুবান্ধব শহর গড়ে তোলার জন্য প্রার্থনা করেন। পরবর্তিতে জেলা প্রশাসক মহোদয় শিশুপার্ককে শিশুদের উপোযোগী করে তুলে চাঁপাইনবাবগঞ্জকে শিশুদের জন্য উপযুক্ত আবাসস্থল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের সহযোগীতা কামনা করেন।

এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প

স্বাস্থ্যই সকল সুখের মূল। আর তা নিশ্চিত করার গুরু দায়িত্ব রাষ্ট্রের, কিন্তু দরিদ্রতম দেশ বলেই শতভাগ সু-স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা রাষ্ট্রের একার পক্ষে সম্ভব নয়। তাই এনসিটিএফ শিশুরা স্ব-উদ্যোগে অবহেলিত দরিদ্র দেড় শতাধীক শিশুদের অংশগ্রহণে ১৪মে শনিবার শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ১২ টায় ডেন্টাল ক্যাম্প’র আয়োজন করে। ডেন্টাল ক্যাম্প’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার শাহারিয়ার আল মামুন বলেন শিশুদের মেধা ও বু্দ্ধির পাশাপাশি দরকার ইচ্ছা এবং প্রচেষ্টা যা দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তিনি এনসিটিএফ শিশুদের কার্যক্রমের প্রশংসা করে তাদের সকল কার্যক্রমে সহায়তার আশ্বাস দিয়ে দরিদ্র শিশুদের উদ্দেশ্য মৌসুমী ফল বিতরণ উৎসব আয়োজন করার জন্য এনসিটিএফ শিশুদের উৎসাহিত করেন। উল্লেখ্য উক্ত ক্যাম্পে প্রায় দেড় শতাধিক শিশুকে ডেন্টাল চেকআপ শেষে ব্রাশ,পেষ্ট, শুকনা নাস্তা ইত্যাদি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি সাফায়েত জামিল নওশানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মো. আব্দুল করিম, সহকারি পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া, মো. মঈনুর রহমান, অফিসার্স ইনচার্জ, ব্রাহ্মণবাড়িয়া মডেল থানা, মো. মনির হোসেন, প্রভাষক, ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ, মো: মফিজুল ইসলাম,প্রধান শিক্ষক, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়। উক্ত ক্যাম্পে ডা. নুরুল হুদা পাভেল শিশুদের ডেন্টাল চেকআপ করেন।

এনসিটিএফ সদস্য সৃজন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানেউদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির শিশু গবেষক ফুয়াদ হাসান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিটিএফ চাইল্ড পার্লামেন্টের ডেপুটি স্পিকার সাইদা আহসান লোপা, এনসিটিএফ জেলা কমিটির সদস্য ছানিয়া হক, মীম, ইমন, ইফতি,চৈতি, তুষার, পলি, হিমু, মিথুন সহ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় এবং বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এণ্ড কলেজ সাব কমিটির সদস্যবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা এনসিটিএফ কমিটির স্কুল কমিটি গঠন

বিজন ঘোষ # সভাপতি # এনসিটিএফ # চাঁপাইনবাবগঞ্জ : গত ২৮ এপ্রিল,২০১৬  চাঁপাইনবাবগঞ্জ_জেলা_এনসিটিএফ কমিটির সদস্যগণ ও জেলা ভলান্টিয়ারের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের স্বনামধন্য গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে সাধারণ সদস্যফর্ম বিতরণ করা হয় এবং ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘স্কুল কমিটি’ গঠন করা হয়। এ সময়ে আমাদের সাথে ছিলেন অএ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ রোকসানা আহমেদ। বিদ্যালয় তথা চাঁপাইনবাবগঞ্জের শিশুদের নেতৃত্ব দিতে পারবে,এরকম শিক্ষার্থী নিয়ে এই কমিটি গঠন করা হয়। কমিটির সকলে এনসিটিএফ_চাঁপাইনবাবগঞ্জের সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। সেই সাথে,অএ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ ভবিষ্যতে এনসিটিএফ_চাঁপাইনবাবগঞ্জকে সবরকম কাজে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

স্কুল কমিটির ১১ জন সদস্যদের নাম ও তাদের পদবী নিম্নে উল্লেখ করা হলোঃ

১. সভাপতি : আব্দুল্লাহ আল-মামুন (৯ম শ্রেণি)
২. সহ-সভাপতি : ফেরদৌসা ওয়াহিদ দিশা (৯ম শ্রেণি)
৩. সাধারণ সম্পাদক : জাকিয়া ইসরাত (৯ম শ্রেণি)
৪. যুগ্ম-সাধারণ সম্পাদক : আবরার মাহির (৯ম শ্রেণি)
৫. সাংগঠনিক সম্পাদক : ইমরান আহমেদ (৯ম শ্রেণি)
৬. চাইল্ড পার্লামেন্ট (ছেলে) : মোস্তাফিজুর রহমান (৮ম শ্রেণি)
৭. চাইল্ড পার্লামেন্ট (মেয়ে) : বিথী ঘোষ (৯ম শ্রেণি)
৮. শিশু গবেষক (ছেলে) : আব্দুর নাঈম (৮ম শ্রেণি)
৯. শিশু গবেষক (মেয়ে) : ইসরাত জাহান আঁখি (৮ম শ্রেণি)
১০. শিশু সাংবাদিক (ছেলে) : সাব্বির রশিদ (৮ম শ্রেণি)
১১. শিশু সাংবাদিক (মেয়ে) : শরিফা আক্তার (৯ম শ্রেণি)

সাভার এনসিটিএফ সদস্যদের জাতীয় সংসদের চলমান অধিবেশন পরিদর্শন

তারিখ : ৪ মে ২০১৬

বাংলাদেশের জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখার জন্য ৪মে ২০১৬ সাভার উপজেলার স্কুল এনসিটিএফ- এর চাইল্ড পার্লামেন্ট সদস্যগন জাতীয় সংসদ ভবন ও চলমান সংসদ অধিবেশন পরিদর্শন করেন। এ উদ্দেশ্যে শিশুরা বিকাল ৩-০০টার মধ্যেই সংসদ ভবন চত্বরে তাদের অভিভাবকদেরসহ হাজির হয়।  শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের মাধ্যমে সংগ্রহকৃত পাশের মাধ্যমে শিশুরা বিকাল ৪-০০ টায় সংসদ ভবনে প্রবেশ করে। শিশুদের সংসদ ভবন ও অধিবেশন পরিদর্শনে সহযোগিতা করার জন্য সংসদ ভবন কর্তৃপক্ষ একজন গাইড নিযুক্ত করে।

গাইডের তত্বাবধানে শিশুরা সংসদ ভবনে প্রবেশ করে প্রথমেই picসংসদের রেপ্লিকা দেখে সংসদ ভবনের কাঠামো ও বিভিন্ন ব্লক সম্পর্কে ধারনা লাভ করে। এরপর তারা সংসদ লাইব্রেরী পরিদর্শন করে। এখানে গবেষনা কর্মকর্তা জনাব শাহীনুর আলম শিশুদেরকে লাইব্রেরীর সংগ্রহ সংখ্যা, পত্রিকা, বৈশিষ্ঠসহ বিভিন্ন তথ্য এবং সংসদ ভবনের নকশা ও কাঠামো সংক্রান্ত বিভিন্ন তথ্য অবহিত করেন। এরপর এনসিটিএফ সদস্যরা জাতীয় সংসদ এর মূল অধিবেশন দেখার জন্য সংসদ গ্যালারীতে প্রবেশ করেন, এ সময় সংসদে সংসদ নেতা প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এবং অনেক সংসদ সদস্য উপস্থিত ছিলেন। শিশুদের পরিদর্শন কালে সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলছিল। শিশুরা আগ্রহ সহকারে এই প্রশ্নোত্তর পর্ব উপভোগ করে। উল্লেখ্য যে সেভ দ্য চিলড্রেনের এ্যাডভোকেসি’র ফলে জাতীয় সংসদে শিশুদের জন্য একটি গ্যালারি / কর্নার তৈরি করে।

পরিদর্শন শেষে শুকুরজান জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় এর সজীব মিয়া ও সাভার বালিকা উচ্চ বিদ্যালয় এর ওয়াহীয়া আহমেদ তাদের অনুভূতির কথা তুলে ধরে । সজীব মিয়া বলেন,“এই ধরনের অধিবেশন আমরা শুনেছি ও টিভিতে দেখেছি কিন্তু আজ সারাসরি দেখে খুবই ভালো লাগল।” ওয়াহীয়া আহমেদ বলেন,“ আমরা দেখতে পেয়েছি সংসদে কী বিষয় নিয়ে আলোচনা হয়, কিভাবে স্পিকার সংসদ পরিচালনা করে, কিভাবে সংসদে প্রশ্ন ও উওর প্রধান করে এবং সবচেয়ে লক্ষনীয় বিষয় এখানে দলমত এক সাথে বসে দেশের উন্নয়নে কথা বলছে। ভবিষ্যৎ এ আমরা এই ধরনের অধিবেশন স্থানীয় পর্যায়ে শিশুদের নিয়ে আয়োজন করা হোক এই আশা রাখি।”

আলোর পথে ছিন্নমূল শিশুরা

স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠান

৫ ই মে ২০১৫ ইং তারিখ বিকাল ৩ঘটিকায় মৌলভীবাজার এর চাঁদনীঘাটস্থ গুজারাই বস্তি এলাকার  ছিন্নমূল অর্ধশতাধিক শিশুদের মধ্যে স্কুল ড্রেস বিতরন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ)মোলভীবাজার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জনাব জসিম উদ্দিন মাসুদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা,মৌলভীবাজার, জনাব ছামসু উদ্দিন ছানু,বীর মুক্তিযোদ্ধা, মাধুরি মজুমদার সহকারি শিক্ষিকা,হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়। শাহীনা বেগম, সহকারি শিক্ষক পি.টি আই সংলগ্ন পরিক্ষন বিদ্যালয়।পারুল বেগম, মহিলা মেম্বার ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ।শহীদুল ইসলাম শানুর কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য, ছিলটি নাগরী বর্ণে।তাজুল ইসলাম নোমান বিশিষ্ট সমাজ সেবক।কাল্লোল দাস বনি সংগঠন অরুনদয় সহ আরো উপস্থিত ছিলেন এনসিটিএফ এর বর্তমান ও উপদেষ্টা কমিটি এবং তারুণ্য এর সকল সদস্যেরা।13166054_859060237538551_6510181010325061066_n13131536_859061027538472_7604876150248832108_o

এনসিটিএফ স্কুল কমিটি গঠন

৪ মে ২০১৬ ইং তারিখে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে এনসিটিএফ স্কুল কমিটি গঠন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাধুরী মজুমদার, কামরুল ইসলাম, মাহফুজুর রহমান এবং বর্তমান অ উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ।13183085_1695921100667828_712455939_n

এনসিটিএফ নোয়াখালির মে মাসের মাসিক মিটিং

এনসিটিএফ নোয়াখালি জেলা কমিটির মাসিক সভা গত ০২/০৫/২০১৬ তারিখে বিকাল ০৪.৩০ মিনিটে বাংলাদেশ শিশু একাডেমী নোয়াখালি এ অনুষ্ঠিত হয়। সভায় এনসিটিএফ নোয়াখালি এর কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃমুসলে উদ্দিন ও ভলেন্টিয়ার।উক্ত সভার আলোচ্য বিষয় ছিল সদস্য সংগ্রহ. সভায় গৃহত সিধান্ত আনুযায়ী আগামী ১৮ই মে ২০১৬ রোজ বুধবার নোয়াখালী সরকারী বালিকা বিদ্যলয় পরিদর্শনে যাবে এনসিটিএফ সদস্যরা ।