রংপুর জেলা এনসিটিএফ এর স্কুল পরিদর্শন

স্যানিটেশন ব্যবস্থাসহ বেশ কিছু সমস্যা নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৮ মার্চ এনসিটিএফ রংপুর তার পরিদর্শন কালে স্কুলের সমস্যাগুলো সামনে আসে। স্কুলে ছেলে মেয়েদের জন্য আলাদা টয়লেট ব্যবস্থা থাকলেও ১টি স্কুলের শিক্ষকদের দখলে, বাকি ১টি স্কুলের ৩০৫ জন শিক্ষার্থীরা ব্যবহার করে। যার ফলে স্কুলের স্যানিটেশন অবস্থা নাজুক হয়ে পড়েছে। ২০০৬ সালের পর স্কুলে কোন প্রকার খেলাধুলার সরঞ্জাম না আসায় শিশুরা খেলতে পারছে না। দুই বছর আগে দেওয়া ফাস্ট এইড বক্স বর্তমানে ব্যবহারের অনুপযোগী। স্কুলের বেশির ভাগ শিক্ষক শিশু অধিকার সনদ সম্পর্কে জানেন না। সব মিলিয়ে রংপুর সদর উপজেলার পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় নানা সমস্যার মধ্যে দিয়ে শিশুদের শিক্ষা প্রদান করছে।

ঠাকুরগাঁও সদর হাসপাতালে শিশুদের চিকিৎসা নিতে হচ্ছে বেডের অভাবে মেঝেতে

ঠাকুরগাঁও সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা শিশুদের মেঝেতে থেকে সেবা নিতে হচ্ছে। ১৪ মার্চ এনসিটিএফ ঠাকুরগাঁও জেলা কার্যনিবার্হী কমিটি জেলার সদর হাসপাতাল পরিদর্শন করতে গেলে শিশুদের এই কষ্ট দেখা যায়। বর্তমানে ১০০ শয‌্যার এই হাসপাতালে ০২ টি ওয়ার্ডে শিশু রোগী ভর্তি আছে ১০৭। যার ফলে বেশির ভাগ শিশুকে মেঝেতে থেকে চিকিৎসা সেবা নিতে হচ্ছে। হঠাৎ করে এত রোগীর সংখ‌্যা বেড়ে যাবার কারণ জানতে চাইলে হাসপাতালের শিশু কনসালটেন্ট ডাঃ শাজাহান নেওয়াজ এনসিটিএফ কে জানায় আবহাওয়া পরিবর্তনের কারণে শিশু রোগীর সংখ‌্যা হঠাৎ করে বেড়ে গেছে। তবে চিকিৎসা সেবা প্রদান করতে অসুবিধা না হলেও বেডের কারণে শিশুদের একটু কষ্ট হচ্ছে। এ বিষয়ে জেলার সিভিল সার্জন ডাঃ খায়রুল কবীর এর সাথে এনসিটিএফ সাক্ষাৎ করলে বিষয়টি অতিদ্রুত যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে তা সমাধানের আশ্বাস দেন।

উপজেলা নির্বাহী অফিসারের সাথে এনসিটিএফ সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

জেলার শিশুদের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ২০-০৩-১৭ উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল্লাহ আল মাসউদ সাহেবের সাথে কিশোরগঞ্জ এনসিটিএফ এর সদস্য বৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় এনসিটিএফ সদস্য বৃন্দ তাকে এনসিটিএফ সার্বিক এর কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি এনসিটিএফ এর কার্যক্রমের ভূয়সী প্রসংসা করেন এবং এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। তিনি এনসিটিএফ এর যেকোন কাজে সার্বিক সহায়তার আশ্বাস দেন।

রাঙামাটি এনসিটিএফ এর উদ্যোগে জাতীয় শিশু দিবস উদযাপন

“শিক্ষাই উত্তরণ, শিক্ষাই সমৃদ্ধি” এই স্লোলাগানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০১৭ইং উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা, কম্বল ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের আয়োজন করেছে শিশু সংগঠন এনসিটিএফ, সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ও জীবন।

অনুষ্ঠানটি উপলক্ষে ১৯-০৩-১৭ইং রোজ রবিবার বিকেলে শিশু একাডেমী প্রাঙ্গন হতে শিশুদের ও তিন সংগঠনের সদস্যদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমী প্রাঙ্গনে এসে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল চিলড্রেন্স টাস্কফোর্স (এনসিটিএফ), রাঙামাটি জেলা শাখার সভাপতি মো. ছালেহ আহমেদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মনোয়ারা আক্তার জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র, মো. জামাল উদ্দিন, জীবন এর সভাপতি মো. আনোয়ারুল কবির পাটোয়ারি, তরুন সমাজ সেবক মো. নজরুল ইসলাম ও মো. আহমেদ ইমতিয়াজ রিয়াদ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জীবনের রাবিপ্রবি ইউনিটের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মান্না, এনসিটিএফ এর সাবেক সভাপতি ও জেলা ভলান্টিয়ার মো. ইকবাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মনোয়ারা আক্তার জাহান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে তরুনদেরকে আগামীর দিকে এগিয়ে যেতে হবে, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, তাই প্রতিটি শিশু যাতে সুন্দর ও স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে সেদিকে নজর দিতে হবে। তিনি আরো বলেন সমাজের আরো অবহেলিত শিশু আছে যারা অকালে ঝড়ে পরছে, সমাজের সুবিধা বঞ্চিত শিশুদেরকে পড়ালেখায় উদ্ভুদ্ধ করতে হবে।

সভাপতির বক্তব্য মো. ছালেহ আহমেদ এনসিটিএফ এর পক্ষ থেকে রাঙামাটির একমাত্র পার্কটি দ্রুত সংস্কার করে সকলের জন্য উন্মুক্ত করে দেয়ার জোর দাবি জানানো হয়।

আলোচনা সভার শেষে, জেলা পষিদের সদস্য মনোনিত হওয়ায় মনোয়ারা আক্তার জাহানকে সংবর্ধনা স্বারক ও প্যানেল মেয়র জামাল উদ্দীনকে শুভেচ্ছা স্বারক প্রদান করা হয়।

এর পর কম্বল বিতরণ ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উকরণ বিতরণ করা হয় এবং কেক কাটার মাধ্যেমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ঠাকুরগাঁও জেলা এনসিটিএফ সদস্যদের প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন

সরকার প্রাথমিক শিক্ষাকে সবার কাছে পৌছে দিতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। যার ফলে দিন দিন  কমছে স্কুল থেকে ঝড়ে পড়ার হার। কিন্ত ঠাকুরগাঁও সদর উপজেলার সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ‌্যালয়ের চিত্র অন‌্যরকম। এখানে ছাত্রছাত্রীর সংখ‌্যা তুলনামূলকভাবে অনেক কম। ক্নাসে উপস্থিতি তেমন একটা চোখে পড়লো না। গত ১৬ মার্চ এনসিটিএফ ঠাকুরগাঁও স্কুলটি পরিদর্শন কালে বিষয়টি নজরে আসে। প্রায় সব শ্রেণীতে শিক্ষার্থীর উপস্থিতি কম ছিল। পরিদর্শন কালে স্কুলে প্রধান শিক্ষক না থাকায় সহকারি শিক্ষক সানজিদা আক্তার কে শিক্ষার্থী সংখ‌্যা কম থাকার কারণ জানতে চাইলে এই বিষয়ে তিনি কোন সঠিক জবাব দিতে পারেননি।

এনসিটিএফ রাজশাহী জেলার বার্ষিক সাধারন সভা ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

১৪ মার্চ বিকাল ৩ টায় বাংলাদেশ শিশু একাডেমী রাজশাহী মিলনায়তনে  এনসিটিএফ রাজশাহী জেলার বার্ষিক সাধারন সভা ও  কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ৪ টি গ্রুপে বার্ষিক কর্মপরিকল্পনার খসড়া তৈরি করা হয়।  এতে জেলায় শিশু অধিকার বাস্তবায়নে  ২০ টি উল্লেখযোগ্য কার্যক্রম গ্রহণ করা হয়।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ও এনসিটিএফ জেলা কমিটি এবং সাধারন সদস্য প্রায় ৪৫ জন শিশু অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে এনসিটিএফ এর সভাপতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা এবং আইসিটি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুারো রাজশাহী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, রাজশাহী রিভারভিউ স্কুলের প্রধান শিক্ষক, সেভ দ্য চিলড্রেন এর সেন্ট্রল ইয়ুথ ভলান্টিয়ার মোস্তাফিজুর রহমান সৈকত। এছাড়া এনসিটিএফ রাজশাহী জেলা কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ জেলা ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন।

গাইবান্ধা জেলা এনসিটিএফ সদস্যদের আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটির সদস্যরা জেলার আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করেছে। ১৪ মার্চ সকালে এনসিটিএফ সদস্যরা এ পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করে। পরিদর্শনকালে শিশু ও নবজাতক ওয়ার্ডে ১০ জন ও শিশু ডায়রিয়া ওয়ার্ডে ১৫ জন রোগী ভর্তি ছিল।

পরিদর্শনেরর সময় এনসিটিএফ সদস্যরা শিশু ওয়ার্ডের প্রতিটি কক্ষে যান এবং রোগির স্বজনদের সাথে কথা বলেন, তাদের সমস্যার কথা জানতে চান। এসময় তারা জানান হাসপাতালের নার্সরা রোগীর স্বজনদের সাথে খারাপ আচারণ করে, অধিকাংশ ঔষধ বাহির থেকে কিনতে হয়। এছাড়া নিয়মিত পরিস্কার পরিচ্ছনতা কাজ চালানো হয় না।
এ ব্যাপারে হাসপাতালের তত্বাবধায়ক (উপ-পরিচালক) নুরুজ্জামান আহম্মেদের সাথে কথা বলেনন হাসপাতালের লোকবলের সংকট আছে। তারপরও মাত্র চার জন পরিচ্ছন্নতা কর্মী দ্বারা শিফট অনুযায়ী হাসপাতাল পরিষ্কার রাখা হচ্ছে। তিনি অন্যান্য বিষয় গুলো বিবেচনা করে সমাধানের আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এনসিটিএফ সভাপতি আশিকুর রহমান শাওন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, শিশু গবেষক রায়হান হক রাফি, শিশু সাংবাদিক মেহেদী হাসান, রিফাত তাসনিয়া, সিপিএম রকিবুদ্দৌলা রনি, জান্নাতুল মাওয়া, জেলা ভলান্টিয়ার মারফিয়া সিলভী ও তাওহীদ তুষার।

গাইবান্ধা জেলা এনসিটিএফ সদস্যদের প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন

বন্ধ হয়নি শারীরিক শাস্তি ও নিষিদ্ধ গাইড বইয়ের ব্যবহারঃ ১৫ মার্চ দুপুরে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটির সদস্যরা পরিদর্শন করে জেলা শহরের অদুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সরকারি নির্দেশনা থাকলেও প্রাথমিক বিদ্যালয় গুলোতে এখনো বন্ধ হয়নি শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের শারিরীক শাস্তি প্রদান ও নিষিদ্ধ গাইড বইয়ের ব্যবহার। এমনই তথ্য পাওয়া গেছে গাইবান্ধায় এনসিটিএফ এর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন কালে।

সেখানে এনসিটিএফ সদস্যরা প্রতিটি ক্লাসে গিয়ে সরাসরি শিশুদের সাথে কথা বলেন। তাদের সাফল্য ও সমস্যার কথা জানতে চাওয়া হয়। শারীরিক শাস্তির ব্যাপারে শিশুদের জিজ্ঞেস করলে তারা জানায় দুষ্টামি ও পড়া না করলে শিক্ষকরা তাদের মারেন। পরিদর্শনের সময় বিদ্যালয়ের ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের কাছে সরকার নিষিদ্ধ গাইড বই পাওয়া যায়। তারা জানায় শিক্ষকরা তাদের সবার একটি জন্য একটি গাইড বই নির্ধারণ করে দিয়েছেন এবং নির্ধারিত দোকান হতে বই কেনার জন্য নির্দেশও দিয়েছেন। এছাড়াও বিদ্যালয়টিতে নির্ধারিত সময় শেষে বিকেলে আলাদাভাবে কোচিং ও করানো হয়। এর জন্য শিক্ষার্থীদের আলাদা ফিস দিতে হয়।

এ ব্যাপারে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের সাথে কথা বললে তিনি গাইড বই ও শারিরীক শাস্তি প্রদানের কথা অস্বীকার করেন। তাকে শিক্ষার্থীদের কথা বললে তিনি কোচিং এর কথা বলেন যে হয়তো কোচিং এর শিক্ষক তাদের গাইড কিনতে বলেছেন। তবে অনুসন্ধানে পাওয়া যায় ঐ বিদ্যালয়ের শিক্ষকরাই কোচিং পরিচালনা করেন।

পরিদর্শনের প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়টিতে প্রায় ১০ দিন যাবৎ শিক্ষার্থীদের জন্য দুপুরের টিফিন বিস্কুটের বরাদ্ব বন্ধ। বিদ্যালয়টিতে শিশুদের খেলাধুলা বা বিনোদনের জন্য দোলনা, ছিলকা নেই।

বিদ্যালয় পরিদর্শনের সময় এনসিটিএফ এর কার্যনির্বাহী সদস্যগণ ও জেলা ভলান্টিয়ার বৃন্দ উপস্থিত ছিলেন।

গাইবান্ধায় এনসিটিএফ এর মার্চ মাসের মাসিক সভা সম্পন্ন

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), গাইবান্ধা এর মার্চ মাসের মাসিক সভা সম্পন্ন হয়েছে। ১৫ মার্চ বিকাল ৩ টায় বাংলাদেশ শিশু একাডেমী, গাইবান্ধা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এনসিটিএফ সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সদস্য সহ উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রধান, জেলা ভলান্টিয়ার মোঃ তাওহীদ তুষার, মারফিয়া সিলভী।

সভায় উপস্থিত সদস্যগণের মতামতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।

১. স্ব-উদ্যোগে বার্ষিক বনভোজন – ২০১৭। (২০/০৩/২০১৭ ইং) স্থানঃ উত্তরা গণভবন ও রাজবাড়ী, নাটোর।
২. এনসিটিএফ মুখপত্র ২৮ তম সংখ্যা প্রকাশনা।
৩. চরাঞ্চলে প্রাথমিক বিদ্যালয়ে শিশু অধিকার পরিস্থিতি যাচাই। (২৮/০৩/২০১৭ ইং)

শেরপুর এনিসিটিএফ এর শিশু অধিকার রক্ষায় র‍্যালি

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির উদ্যোগে ৬ই ফেব্রুয়ারী ২০১৭ (সোমবার) একটি র‍্যালির আয়োজন করা হয়। “শেরপুর জেলার শিশুদের সুরক্ষা ও অধিকার” বিষয়ক র‍্যালিটি শেরপুর জেলা এনসিটিএফ এর সভাপতি দূর্জয় সরকার তীর্থ- এর নেতৃত্বে জেলা শিশু একাডেমী ভবন থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমী ভবনের সামনে গিয়ে শেষ হয়। উক্ত র‍্যালিটিতে বিভিন্ন স্কুল থেকে আগত এনসিটিএফ শেরপুরের মোট ১৫০ জন সাধারণ সদস্য অংশগ্রহণ করে। এছাড়া জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মো: আসলাম খান, জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় ইয়ুথ ভলান্টিয়ার জনাব মমতাজুল ইসলাম রুমন এবং জেলা ভলান্টিয়ার র‍্যালিতে উপস্থিত ছিলেন।