গাইবান্ধায় এনসিটিএফ এর মাসিক সভা অনুষ্ঠিত

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা এর নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর রবিবার বাংলাদেশ শিশু একাডেমী, গাইবান্ধা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মো.মোশাররফ হোসেন প্রধান। এতে সভাপতিত্ব করেন এনসিটিএফ সভাপতি মোঃ আশিকুর রহমান শাওন। এতে আরো উপস্থিত ছিলেন  এনসিটিএফ সাধারণ সম্পাদক মোঃ ওমর আল সানি মুগ্ধ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবা খাতুন প্রাপ্তি, সাংগঠনিক সম্পাদক শাহজালাল সরকার সৌরভ,  চাইল্ড পার্লামেন্ট মেম্বার মোঃ রকিবুদ্দৌলা রনি ও জান্নাতুল মাওয়া সোমা, শিশু গবেষক রকিবুল হাসান রানা,  শিশু সাংবাদিক মেহেদী হাসান, কার্যনির্বাহী সদস্য মশিউর রহমান মুছা, এবিএম রায়হান হক রাফি, জেলা ভলান্টিয়ার মোঃ তাওহীদ তুষার ও মারফিয়া সিলভী।

সভায় কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়ঃ
১. এনসিটিএফ এর ২টি মুখপত্র প্রকাশের জন্য ২ টি সম্পাদনা পরিষদ গঠন।
২. বাজেট প্রাপ্তি সাপেক্ষে আগামী ৩১ ডিসেম্বরে পত্রিকা প্রকাশনা।
৩. প্রেস কনফারেন্স ও র্যালি আগামী ১৯ ডিসেম্বর।

জেলা পর্যায়ে শিশু নির্যাতন প্রতিরোধ ও শিশু অধিকার প্রতিষ্ঠার ব্রাহ্মণবাড়িয়া এনসিটিএফ এর র‌্যালী

সকল প্রকার শিশু নির্যাতন প্রতিরোধ ও শিশু অধিকার প্রতিষ্ঠার লক্ষে ইউনিভারসাল চিলড্রেন’স ডে তে ন্যাশনাল চিলড্রেন’স টাষ্কফোর্স এর আয়োজনে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। বরিবার সকাল ১0টায় র্যালিটি বাংলাদেশ শিশু একডেমী ব্রাহ্মণবাড়িয়া প্রাঙ্গন থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালিটি উদ্ভোধন করেন  জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন। র‌্যালিতে এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাফায়েত জামিল, জেলা ভলান্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাস, সেতু এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যনির্বাহী কমিটির ছানিয়া, সাকিব, ইভা, মীম, প্রিন্স, ইফতি, মাহিয়া, চৈতি, ইমনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

জেলা পর্যায়ে শিশু অধিকার লঙ্ঘনের প্রতিবাদে ময়মনসিংহ এনসিটিএফ এর র‌্যালী অনুষ্ঠিত

জেলা পর্যায়ে শিশু অধিকার লঙ্ঘনের ঘটনায় ও শিশু অধিকার সনদ বাস্তবায়নের দাবিতে ২০ নভেম্বর রোজ রবিবার সকাল ১১ ঘটিকায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) ময়মনসিংহ এর আয়োজনে এবং বাংলাদেশ শিশু একাডেমী ময়মনসিংহ এর সহযোগিতায় র‌্যালী অনুষ্ঠিত হয়। উক্ত র‌্যালীতে ময়মনসিংহ এনসিটিএফ এর কার্যনির্বাহী কমিটির সদস্য সহ সাধারণ সদস্যরা অংশগ্রহন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:মেহেদী জামান-শিশু বিষয়ক কর্মকর্তা, ময়মনসিংহ জেলা এবং সভাপতিত্ব করেন মেহেদী হাসান-সভাপতি (ভারপ্রাপ্ত) এনসিটিএফ, ময়মনসিংহ।

কুড়িগ্রামে শিশু নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে র‌্যালি

শিশু নির্যাতন রোধ ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে কুড়িগ্রামে শিশু একাডেমি ভিত্তিক সরকারি শিশু সংগঠন জাতীয় শিশু টাস্কফোর্স (এনসিটিএফ) র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। এ উপলক্ষে রোববার দুপুরে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজ থেকে একটি র‌্যালি কলেজমোড় হয়ে আবার বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। র‌্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ হারুন-অর-রশিদ মিলন, জেলা এনসিটিএফ সহ-সভাপতি সংগ্রামী প্রীতি বাঁধন, সাধারণ সম্পাদক আতিয়া সানজিদা স্মৃতি, শিশু গবেষক হাসনাত আলিমুন নাহিন, চাইল্ড পার্লামেন্ট সদস্য সাদিক হোসেন রাহাত, শিশু ভলান্টিয়ার মিঠুন দেব প্রমুখ। সেভ দ্য চিলড্রেন ও প্লান বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি ও জাতীয় শিশু টাস্কফোর্স (এনসিটিএফ) অনুষ্ঠানের আয়োজন করে।

শিশু নির্যাতন রোধ ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে এনসিটিএফ ঠাকুরগাঁও জেলায় র‍্যালী

১৬ নভেম্বর ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) ঠাকুরগাঁও জেলা শিশু নির্যাতন ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে র‍্যালী এবং আলোচনা সভার আয়োজন করে। র‍্যালীটি সকাল ১০ টায় বাংলাদেশ শিশু একাডেমী ঠাকুরগাঁও কার্যালয় থেকে শুরু হয়ে চৌরাস্তা হয়ে ডিসি অফিসের সামনে দিয়ে পুনরায় বাংলাদেশ শিশু একাডেমীতে এসে শেষ হয়। বাংলাদেশ শিশু একাডেমী, সেভ দ্য চিলড্রেন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল এর  সহযোগিতায় আয়োজিত এই  র‍্যালীটিতে এনসিটিএফ ঠাকুরগাঁও কার্যনির্বাহী কমিটি, সাধারন সদস্যসহ সর্বস্তরের শিশুরা অংশগ্রহণ করে। এ সময় শিশুদের সাথে র‍্যালীটিতে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জবেদ আলী, বাংলাদেশ শিশু একাডেমী, ঠাকুরগাঁও,  জেলা ভলান্টিয়ার, এনসিটিএফ এবং সিওয়াইভি যোগদান করেন। র‍্যালীটি শেষে শিশু একাডেমীতে আয়োজিত আলোচনা সভায় জেলার শিশুদের নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন, জিমি, সভাপতি, এনসিটিএফ ঠাকুরগাঁও।

এনসিটিএফ ব্রাক্ষণবাড়িয়ার জরুরী সভা অনুষ্ঠিত

১৫ নভেম্বর ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) ব্রাক্ষণবাড়িয়ার এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সাফায়াত জামিল নওশান এর সভাপতিত্বে সভায় কার্যনির্বাহী কমিটির মোট ৯ জন, জেলা ভলান্টিয়ারদ্বয়, ইয়ুথ ভলান্টিয়ার মমতাজুল ইসলাম রুমন এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুন হোসেন উপস্থিত ছিলেন। সকাল ১১ টায় শুরু হওয়া সভায় বার্ষিক মুখপাত্র প্রকাশনা নভেম্বর সংখ্যা, প্রেস কনফারেন্স, র‍্যালী, স্মারকলিপি প্রদান সহ বার্ষিক সাধারন সভা আয়োজন বিষয়ে গুরুত্বসহকারে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ইয়ুথ ভলান্টিয়ার #EveryLastChild ক্যাম্পেইন নিয়ে বিশেষ আলোচনা করেন। আলোচনা শেষে সকলকে শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন সভাপতি সাফায়েত নওশান জামিল।

নেএকোনা জেলার শিশু অধিকার পরিস্থিতি নিয়ে এনসিটিএফ’র সংবাদ সম্মেলন

নেএকোনা জেলার শিশু অধিকার পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর বিকাল ৩টায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর আয়োজনে নেএকোনা জেলা শিশু একাডেমির হল রুমে এ সংবাদ সম্মেলন এর আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থাপনা করেন এনসিটিএফ,নেএকোনা জেলার ভলেন্টিয়ার আলমগির হোসাইন। শুরুতেই লিখিত বক্তব্য পাঠ করেন, এনসিটিএফ নেএকোনা জেলার সাধারণ সম্পাদক আসিফ আদনান। তারপর বক্তব্য রাখেন শিশু সাংবাদিক আকিফ জামি আলভি, সহ-সভাপতি অমিত শর্মা সরকার, চাইল্ড পার্লামেন্ট মেম্বার আজারুল ইসলাম সজীব এবং আর অনেকেই। তারপর লিখিত ব্ক্তব্য দ্বারা এনসিটিএফ এর কার্যাবলী সম্পর্কে ধারণা দেন এনসিটিএফ, নেএকোনা জেলার সভাপতি সাজনীন আক্তার শ্রাবণী। এ সময় বক্তব্য দেন নেএকোনা জেলার শিশু বিষয়ক কর্মকর্তা মেহেদী জামান। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, এনসিটিএফ শিশু সংগঠনটি বাংলাদেশ শিশু একাডেমি, সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় নেএকোনা ২০০৬ সাল থেকে জেলা পর্যায়ে কাজ করছে। এই সংগঠনে নেএকোনা জেলায় ১৮০ জন সদস্য রয়েছে যাদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে। এর মধ্যে ৯৫ জন ছেলে এবং ৮৫ জন মেয়ে।

সংবাদ সম্মেলন এ সময় উপস্থিত ছিলেন ১০ জন শিশু সাংবাদিক এবং বিশেষ বিভিন্ন পএিকার সাংবাদিক গণ।

কুষ্টিয়া এনসিটিএফ এর নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত

গত ০৯/১১/১৬ তারিখ দুপুর ৩:০০ ঘটিকায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) কুষ্টিয়া জেলার নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এনসিটিএফ কুষ্টিয়া জেলার সভাপতি আজমাইন মাহমুদ শুভ্র। সভায় এনসিটিএফ কুষ্টিয়া জেলার নভেম্বর মাসে হাসপাতাল মনিটরিং, সদস্য সংগ্রহ ও কুষ্টিয়া জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) স্যারের সাথে সাক্ষাতকারের আলোচ্য সূচী নেওয়া হয়। এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্যদের কাজের একটিভিটি আরো বাড়ানোর জন্য সভাপতি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স, কুষ্টিয়া জেলার সভাপতি আজমাইন মাহমুদ শুভ্র, সহ-সভাপতি লাইলা আদ্রিতা শবনম, সাধারণ সম্পাদক যুথিকা রানী দাস, চাইল্ড পার্লামেন্ট মেম্বার হৃদয় আহমেদ সুজন ও ইসরাত জাহান প্রিতী, শিশু সাংবাদিক সুরাইয়া জান্নাত, শিশু গবেষক শাহারিয়ার রহমান ও জেরিন তাবাস্সুম এশা সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম এবং জেলা ভলান্টিয়ার মো: শাকিল ইসলাম ও লাইলা আফিয়া আন্জুমান সহ আরো অনেকে।

The monthly meeting of NCTF Kushtia was held in November

The monthly meeting of NCTF Kushtia was held on 9th November, 2016. Ajamain Mahmoud Shuvro, the district NCTF president of Kushtia, presided over the Meeting. The meeting taken the decision on hospital visit, member collection & meet with new Deputy Commissioner. The district president also took several action plans to increase the executive committee members activity. Ajamain Mahmoud Shuvro, the district president of Kushita, Vice-President, General Secretary, Child Parliament Member & child Journalist were present in the meeting.

ব্রাহ্মণবাড়িয়া এনসিটিএফ এর নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত

৩ নভেম্বর ২০১৬ তারিখে এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া জেলার মাসিক সভা সম্পন্ন হয়। এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি সাফায়েত জামিল নওশান এর উপস্থিতিতে মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতাল পরিদর্শনে যাওয়া নিয়ে আলোচনা হয়। সভায় শিশু গবেষক মাহিয়া চৌধুরি, শিশু সাংবাদিক আফনান আলম সাকিব সহ বাকি সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।

The monthly meeting of NCTF Brahmanbaria was held in November

 The monthly meeting of NCTF Brahmanbaria was held on Thursday, November, 2016. Safayet Jamil Naosana, the district NCTF president of Brahmanbaria was present in the meeting. The meeting held a discussion regarding visit to hospita. All executive committee member was present in the meeting. Mahiya Choudhary, Child Researchers & Afnan Alam, child Journalist were present in the meeting.

ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার হল শিশুরা

ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার হল শিশুরা এ লক্ষেই কাজ করে যাচ্ছে এনসিটিএফ শিশুরা । তোমাদের এই কার্যক্রম অব্যাহত থাকলে অবশ্যই আমদহ ইউনিয়ন একটি শিশু বান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে উঠবে এই আশাবাদ রাখছি । এই কথা গুলো বলছিলেন সুনিদিরিষ্ট  শিশু বাজেট ও শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক গণশুনানির প্রধান অতিথি  আমদহ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জনাব মোঃ আনারুল ইসলাম ।

 আজ ১০ নভেম্বর  ২০১৬ মেহেরপুর সদর উপজেলার  আমদহ ইউনিয়ন পরিষদ  ও এনসিটিএফ এর উদ্যোগে ও সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায়  আমদহ  ইউনিয়ন পরিষদ  মিলনায়তনে  অনুষ্ঠিত হয়ে গেল সুনিদিরিষ্ট শিশু বাজেট ও শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক এক  গণশুনানি। উক্ত শুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আমদহ  ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আনারুল ইসলাম, এছাড়া উপস্থিত ছিলেন  ইউপি সদস্য দরুদ শেখ, মেহেদি হাসান, সেভ দ্য চিলড্রেন এর  সিনিয়র অফিসার হাসান সিদ্দিকি মিলন, সেন্ট্রাল ইয়ুথ ভলেনটিয়ার শহিদুল ইসলাম শান্ত , সিসিজি প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি সহ আরও অনেকে ।

 উক্ত শুনানিতে এনসিটি এফ সদস্যগণ বিভিন্ন বিষয় ( যেমন  বাল্যবিবাহ প্রতিরোদ , কমিউনিটি ক্লিনিকে সময়মত  চিকিৎসা প্রদান , নারী ও শিশু নির্যাতন প্রতিরোদে স্ট্যান্ডিং কমিটিতে এনসিটিএফ কে অন্তর্ভুক্তি , দরিদ্র শিশুদের তালিকাভুক্তি , এস এস সি পরীক্ষার ব্যবহারিক খাতা সাক্ষরে অতিরিক্ত ফি আদায়,বিদ্যালয়ে সৃজনশীল কাঠামোর উপর দক্ষ শিক্ষক দ্বারা পাঠদান , বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস চালু  ইত্যাদি বিষয় গুলো তুলে ধরে )  এ সময়  ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এনসিটি এফ এর আলোচিত বিষয় গুলোর একত্ব ঘোষনা করেন এবং তিনি জানান  অতিরিক্ত ফি আদায়ের ব্যাপারে প্রধান শিক্ষকদের সাথে আলোচনা করবেন, জেএসসি, এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্তদের ইউনিয়ন পরিষদ থেকে ভাতা প্রদান করবেন  সর্বোচ্চ  ৫০০০ টাকা, দরিদ্র শিশুদের তালিকা প্রদান করলে বিদ্যালয়য়ের সাথে আলোচনা করে সিধান্ত নিবেন,আগামী রবিবার বিদ্যালয়য়ের প্রধান শিক্ষকদের সাথে আলোচনা করে ব্যবহারিক খাতা সাক্ষরে অতিরিক্ত ফি আদায় বন্ধ করবেন , আমদহ ইউনিয়নের সেরা চার বিদ্যালয়কে ল্যাপটপ প্রদানের ঘোষনা দেন। এছাড়া নারী ও শিশু নির্যাতন প্রতিরোদে কমিটিতে এনসিটিএফ কে অন্তর্ভুক্তির পাশাপাশি ইউনিয়নের সকল উন্নয়ন কর্মকাণ্ডে এনসিটিএফ এর মতামত নেয়ার আশ্বাস দেন।