খুলনা জেলা এনসিটিএফ এর প্রশিক্ষণ অনুষ্ঠিত

গত ৫ ও ৬ সেপ্টেম্বর সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল খুলনা জেলা এনসিটিএফ কতৃক আয়োজিত এবং সেভ দ্য চিলড্রেন, প্লান ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ শিশু একাডেমীর সহযোগিতায় “শিশু অধিকার, রাজনৈতিক সহিংসতা, জীবন দক্ষতা এবং এনসিটিএফ অপারেশন সম্পর্কিত দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। ২ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব আবুল আলম। কর্মশালায় ২০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মৃদুল ইসলাম মিদুল, সেন্টার ইউথ ভলেন্টিয়ার (CYV) সেভ দ্য চিলড্রেন। কর্মশালায় জীবন দক্ষতার,  শিশু অধিকারের নানা দিক সম্পর্কে আলোচনা করা হয়।

[NCTF Khulna district committee received a capacity building training at 5 & 6 September 2016 on “Basic of child rights, life skills, political violence to children and regular NCTF operation”. Mr. Abul Alam, the District Children Affair Officer of Khulna was present the first day of two days training. Total of 20 NCTF members have been capacitated by the training. The Central Youth Volunteer (CYV) of Save the Children, Mridul Islam was present as an instructor of the training. Among other, the participants also learnt on how to say no in case of engaging political activity against their best interest.]

চুয়াডাঙ্গা এনসিটিএফ এর সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত

গত ০৬/০৯/২০১৬ তারিখে চুয়াডাঙ্গা জেলা এনসিটিএফ এর সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হলো। সভায় এনসিটিএফ এর বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন নির্বাহি কমিটির সদস্যবৃন্দ, শিশু বিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌসি এবং এনসিটিএফ এর সাবেক সভাপতি সাব্বির।

The monthly meeting of NCTF Chuadanga was held in September

The monthly meeting of NCTF Chuadanga was held on 6 September, 2016. All executive committee member was present in the meeting. In the meeting was discussed different activities of NCTF. Mrs. Afsana Ferdousi, the District Children Affair Officer of Chuadanga & NCTF former president Shabbir was present in the meeting.

এনসিটিএফ ময়মনসিংহের সেপ্টেম্বর মাসের মাসিক মিটিং অনুষ্ঠিত

গত ৪ই সেপ্টেম্বর রোজ রবিবার সকাল ১১:০০ টায় এনসিটিএফ ময়মনসিংহের সেপ্টেম্বর মাসের মাসিক মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত মিটিং এ সকল কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া উক্ত মিটিং এ জেলা ভলেন্টিয়ার, সেন্ট্রাল ইয়ুথ ভলেন্টিয়ার ও শিশু বিষয়ক কর্মকর্তা উপস্থিত ছিলেন। ছাড়া উক্ত মিটিং এ অতিথি হিসাবে উপস্থিত ছিল এনসিটিএফ টাঙ্গাইল এর সভাপতি ও এনসিটিএফ সেন্ট্রাল এর সাংগঠনিক সম্পাদক রাহিম।

উক্ত মিটিং এর আলোচ্য বিষয়ঃ
১) শিশু সপ্তাহ উপলক্ষে প্রতিবন্ধী শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা।
২) প্রেস কনফারেন্স করা।
৩) পরবর্তী মিটিং এর দিন নির্ধারন করা।

The monthly meeting of NCTF Mymensingh has been held in September

The monthly meeting of NCTF Mymensingh was held on Sunday, September, 2016. All executive committee member was present in the meeting. The District Children Affair Officer, district volunteer, central youth volunteer of Mymensingh was present in the meeting. Among other, NCTF Tangail presedent & central organizing secretary Rahim was present in the meeting.

Agenda of the meeting:
1. Art competition for children with disabilities will be arranged on the occasion of Children’s Week.
2. Press conference.
3. Next meeting date to be determined.

বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু নির্যাতন ও এনসিটিএফ এর কার্যক্রম অবহিত করন সম্পর্কে ক্যম্পেইন

খুলনায় বাল্যবিবাহ প্রতিরোধ,  শিশু নির্যাতন ও এনসিটিএফ এর কার্যক্রম অবহিত করন সম্পর্কে ক্যম্পেইন শুরু হল আজ, চলবে মাসব্যাপি। আজ সকালে খুলনা এনসিটিএফ এর কার্যনির্বাহী সদস্যরা খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল পরিদর্শনে যায়।  সেখানে তারা  এনসিটিএফ এর কর্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং  বাল্যবিবাহ ও শিশু নির্যাতনে করনিয় দিক সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন।  প্রায়  ৩৫০ জন শিক্ষার্থী এই ক্যম্পেইন উপস্থিত ছিলেন এবং তারা তাদের মতামত, সুবিধা – অসুবিধা সম্পর্কে আলোচনা করে এনসিটিএফ সদস্যদের সাথে । এনসিটিএফ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন – এইচ এম লিটন হাওলাদার ( সভাপতি) , দীপন দে ( সাংঘঠনিক সম্পাদক) , ইমাম আবু জুবায়ের (চাইন্ড পর্লামেন্ট  ছেলে),  তিথি (চাইল্ড পার্লামেন্ট মেয়ে),  সাজিদ হাসান সাজিদ (শিশু গবেষক ছেলে),  সানজিদা ইসলাম (শিশু গবেষক মেয়ে) , খুলনা এনসিটিএফ। এ ছাড়াও উপস্থিত ছিল – মিদুল ইসলাম মৃদুল (উপদেষ্টা),লায়লা আক্তার সিগ্ধা (ডিষ্টিক ভলেন্টিয়ার) খুলনা এনসিটিএফ। স্কুলের প্রধান শিক্ষক  টি এম ছানাউর রহমান বলেন – এনসিটিএফ এর যেকোন কাজে তার স্কুলের শিক্ষার্থীদের সতস্ফুর্থ অংশগ্রহনে কোন বাধা প্রদান করা হবে না।

রাজশাহী এনসিটিএফ এর প্রশিক্ষণ অনুষ্ঠিত

গত ৩০ এবং ৩১ আগষ্ট জেলার শিশু একাডেমীতে এনসিটিএফ রাজশাহী জেলা কার্যনির্বাহী কমিটি এবং সাধারন সদস্যদের দুইদিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। শিশু অধিকার, জীবন দক্ষতা, নিউজলেটার প্রকাশনা, আইসিটি এবং এনসিটিএফ অপারেশন বিষয়ক দুইদিন ব্যাপি এই প্রশিক্ষনে এনসিটিএফ রাজশাহী জেলার কার্যনির্বাহী কমিটির ১১ জন এবং সাধারন সদস্য ৯ জন অংশগ্রহন করে। ৩০ আগষ্ট প্রশিক্ষনের উদ্ভোধন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উমা রানী দাস, বাংলাদেশ শিশু একাডেমী, রাজশাহী এবং ৩১ আগষ্ট প্রশিক্ষনের সমাপ্ত ঘোষণা করেন জিনিয়া বিনতে জাহিদ মৌরিন, সভাপতি,  ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স, রাজশাহী । প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহনকারী শিশুরা শিশু অধিকার, জীবন দক্ষতা, নিউজলেটার প্রকাশনা, আইসিটি এবং এনসিটিএফ অপারেশন থেকে শুরু করে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে।

এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত

গত ০১ এবং ০২ সেপ্টেম্বর জেলার শিশু একাডেমীতে এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যনির্বাহী কমিটি এবং সাধারন সদস্যদের দুইদিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। শিশু অধিকার, জীবন দক্ষতা, নিউজলেটার প্রকাশনা, আইসিটি এবং এনসিটিএফ অপারেশন বিষয়ক দুইদিন ব্যাপি এই প্রশিক্ষনে এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলার কার্যনির্বাহী কমিটির ১১ জন এবং সাধারন সদস্য ৯ জন সাধারন সদস্য অংশগ্রহন করে। ০১ সেপ্টেম্বর প্রশিক্ষনের উদ্ভোধন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ শিশু একাডেমী, চাঁপাইনবাবগঞ্জ এবং ০২ সেপ্টেম্বর প্রশিক্ষনের সমাপ্ত ঘোষণা করেন বিজন ঘোষ, সভাপতি,  ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স, চাঁপাইনবাবগঞ্জ । প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহনকারী শিশুরা শিশু অধিকার, জীবন দক্ষতা, নিউজলেটার প্রকাশনা, আইসিটি এবং এনসিটিএফ অপারেশন থেকে শুরু করে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে।

NCTF Ends Capacity Building Training in Chapainawabganj 

NCTF Chapainawabganj district executive committee member and general member received two days capacity building training at 1 & 2 September 2016 on “Basic of child rights, Life skills, Newsletter publishing, ICT, Political Violence to children and regular NCTF operation”. Total of 11 executive committee members and 9 general members have been capacitated by the training. Mohammad Shafiqul Islam, the District Children Affair Officer of Chapainawabganj inaugurated the training. After, NCTF committee members have discussed the progress of present activities.

 

পরিচয়পত্র পেল এনসিটিএফ রাজশাহী

গত ৩১ আগষ্ট রবিবার পরিচয় পত্র বিতরণ করা হয় এনসিটিএফ রাজশাহী জেলার কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উমা রানী দাস শিশুদের মাঝে পরিচয়পত্র গুলো বিতরন করেন। এই সময় জেলা ভলান্টিয়ার এবং সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। জানুয়ারীতে নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নিয়েছিল উক্ত কমিটি। ২০১৬-১৭ সালের নতুন কমিটি শিশুদের অধিকার বাস্তবায়নে এবং শিশু অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যথাযথ ভাবে দায়িত্ব পালন করবে বলে জানায় জিনিয়া বিনতে জাহিদ মৌরিন, সভাপতি, এনসিটিএফ রাজশাহী।

এনসিটিএফ রংপুর জেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত

গত ২৫ এবং ২৬ আগষ্ট জেলার শিশু একাডেমীতে এনসিটিএফ রংপুর জেলা কার্যনির্বাহী কমিটি এবং সাধারন সদস্যদের দুইদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শিশু অধিকার, জীবন দক্ষতা, শিশুদের উপর রাজনৈতিক সহিংসতা, নিউজলেটার প্রকাশনা, আইসিটি এবং এনসিটিএফ অপারেশন বিষয়ক দুইদিন ব্যাপি এই প্রশিক্ষনে এনসিটিএফ রংপুর জেলার কার্যনির্বাহী কমিটির ১১ জন এবং সাধারন সদস্য জন সাধারন সদস্য অংশগ্রহন করে। ২৬ আগষ্ট প্রশিক্ষনের সমাপ্ত ঘোষণা করেন আবিদ আল মারুফ, সভাপতিন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স, রংপুর। প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহনকারী শিশুরা শিশু অধিকার থেকে শুরু করে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে।

কুষ্টিয়া জেলার আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত

গত ৫ আগষ্ট দুপুর ৩ টায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স, কুষ্টিয়া জেলার আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয় । সভায় বেশ কিছু আলোচ্য সূচি নেওয়া হয় । এছাড়াও নতুন সদস্যদের এনসিটিএফ এর কার্যক্রম সম্পর্কে অবগত করা হয় । এসময় সভায় উপস্থিত ছিলেন ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স, কুষ্টিয়া জেলার সভাপতি আজমাইন মাহমুদ শুভ্র, সহ-সভাপতি লাইলা আদ্রিতা শবনম, চাইল্ড পার্লামেন্ট মেম্বার ইসরাত জাহান প্রীতি, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, শিশু সাংবাদিক সুরাইয়া জান্নাত, শিশু গবেষক শাহারিয়ার রহমান ও জেরিন তাবাস্সুম এশা কার্যনির্বাহী সদস্য তানজির রহমান এবং জেলা ভলান্টিয়ার মো: শাকিল ইসলাম সহ আরো অনেকে। এই সময় এনসিটিএফ এর অন্যান্য সদস্যবৃন্ধ উপস্থিত ছিলেন।

এনসিটিএফ মানিকগঞ্জ এর বৃক্ষ রোপণ কর্মসূচী-২০১৬

অনুষ্ঠিত হয়ে গেলো এনসিটিএফ মানিকগঞ্জ কতৃক আয়োজিত “বৃক্ষ রোপণ কর্মসূচী-২০১৬”।মানিকগঞ্জ জেলার কয়েকটি প্রাথমিক,মাধ্যমিক এবং বাংলাদেশ শিশু একডেমী-এর শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স,মানিকগঞ্জ-এর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। প্রায় ১৫০ বিভিন্ন প্রজাতির উপকারি ঔষধী,ফলজ এবং বনোজ গাছ বিনামুল্যে ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়। এসময় প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয় ছাত্র-ছাত্রীদের সাথে। বাসা-বাড়ির চারপাশে এবং রাস্তার ধারে পরিবেশ রক্ষায় গাছ লাগানোর সুফল গুলোও তুলে ধরা হয় ছাত্র-ছাত্রীদের সামনে।