এনসিটিএফ ঠাকুরগাঁও জেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৯ এবং ২০ আগষ্ট জেলার শিশু একাডেমীতে এনসিটিএফ ঠাকুরগাঁও জেলা কার্যনির্বাহী কমিটি এবং সাধারন সদস্যদের দুইদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শিশু অধিকার, জীবন দক্ষতা, নিউজলেটার প্রকাশনা, আইসিটি এবং এনসিটিএফ অপারেশন বিষয়ক দুইদিন ব্যাপি এই প্রশিক্ষনে এনসিটিএফ ঠাকুরগাঁও জেলার কার্যনির্বাহী কমিটির ১১ জন এবং সাধারন সদস্য ৯ জন  অংশগ্রহন করে। ১৯ আগষ্ট প্রশিক্ষনের উদ্ভোধন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জাবেদ আলী, বাংলাদেশ শিশু একাডেমী, ঠাকুরগাঁও এবং ২০ আগষ্ট প্রশিক্ষনের সমাপ্ত ঘোষণা করেন জিমি খাতুন, সভাপতি,  ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স, ঠাকুরগাঁও। প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহনকারী শিশুরা শিশু অধিকার থেকে শুরু করে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে।

দেশসেরা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করল এনসিটিএফ গাইবান্ধা

২০ আগষ্ট এনসিটিএফ গাইবান্ধা জেলা কমিটির সদস্যরা পরিদর্শন করে বাংলাদেশের শ্রেষ্ঠ  ও জাতীয় পুরষ্কার প্রাপ্ত শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। গাইবান্ধা জেলার সুন্দরগন্জ উপজেলার সোনারায় ইউনিয়নে ছাইতানতোলা গ্রামে অবস্থিত বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯১৬ সালে। পরে এটি জাতীয়করন হয় ১৯৭৩ সালে। বিদ্যালয়টি মোট ২.২৮৫ একর জমির উপর অবস্থিত।এখানে রয়েছে একটি ৫ তলা ভবন, ২টি দ্বিতল ভবন, ৫টি অর্ধ দালান। ভবন গুলোতে রয়েছে ১টি প্রধান শিক্ষকের কক্ষ,১টি সহকারি শিক্ষকদের কক্ষ, ২২টি শ্রেণি কক্ষ, ১টি সভা কক্ষ, ১টি ক্লিনিক কক্ষ,১টি অতিথি কক্ষ,১টি উপকরণ কক্ষ, ১টি ভৌগলিক কক্ষ,১টি কম্পিউটার কক্ষ,১টি বিজ্ঞানাগার,১টি ছাত্রাবাস ভোজনালয়, ১টি রান্না ঘর ১টি সেলাই ও লন্ড্রী কক্ষ। এছাড়া রয়েছে শিশুদের জন্য বিশাল মাঠ, শহিদমিনার,মসজিদ, পোস্ট অফিস, সরকারি ক্লিনিক,মডেল চিড়িয়াখানা ইত্যাদি। বিদ্যালয়টিতে বর্তমানে ১০৫৩ জন শিক্ষার্থী, ১৫ জন সরকারি ও ৫৮ জন বেসরকারি শিক্ষক রয়েছে। বিদ্যালয় চত্তরে রয়েছে দীপশিখা নামের একটি ছাত্রাবাস। যেখানে ১২০ আবাসিক শিক্ষার্থী অবস্থান করছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা পরিদর্শনে আসে। আর এসবের পিছনে যার অবদান রয়েছেন তিনি হলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ নুরুল আলম। তার ঐকান্তিক চেষ্টার ফল বর্তমান পর্যায়। বর্তমান প্রধান শিক্ষক জনাব বে-নজির আহম্মেদ লিংকন বিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আরো আনন্দের বিষয় হলো বিদ্যালয় টি বর্তমানে ১০০ বছরে পদার্পণ করেছে। সবমিলিয়ে বিদ্যালয়টি একটি স্বপ্নপুরির মত যেখানে শিশুরা আনন্দের সহিত লেখাপড়া করছে।

গাইবান্ধায় উপজেলা পর্যায়ে এনসিটিএফ এর সাধারণ সদস্য সংগ্রহ

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স(এনসিটিএফ) গাইবান্ধা এর আয়োজনে উপজেলা পর্যায়ে সাধারণ সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে। গত ২০ আগষ্ট গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আঃ মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রম চালানো হয়।
এতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে আগ্রহী ১৯৩ জন শিক্ষার্থী এনসিটিএফ এর সদস্য ফরম পূরন করেন। পরিদর্শনের সময় আমিনা সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা জানায়, স্কুল ক্যাম্পাসের পাশে সুন্দরগঞ্জ থানা চত্তরে পিছন থেকে মাঝেমধ্যে বখাটে ছেলেরা মেয়েদের উত্তক্ত করে। পরে এনসিটিএফ সদস্যরা থানায় গিয়ে দায়িত্বরত অফিসারকে বিষয়টি অবহিত করেন। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন এবং দ্রুত এধরনের বখাটেদের আটক করবেন বলে জানান। এসময় উপস্থিত ছিলেন এনসিটিএফ সভাপতি আশিকুর রহমান শাওন,সাংগঠনিক সম্পাদক সৌরভ, সাধারণ সদস্য হুমায়ুন ইসলাম,উপদেষ্টা মনির হোসেন মিলন, জেলা ভলান্টিয়ার তাওহীদ তুষার।

স্কুল ভিক্তিক উপ-কমিটি গঠন (School based sub-committee)

১৭ই আগষ্ট ২০১৬ গঠন করা হল নওগাঁ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের উপ কমিটি। বেলা ১১ টায় উক্ত বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আগ্রহী শিক্ষার্থীদের উপস্থতিতে ১২ জন সদস্য বিশিষ্ট উপ কমিটি গঠন করা হয়। প্রথমে সকল শিক্ষার্থীদের এনসিটিএফ সম্পর্কে জানানো হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করে আমির তাহেরি উদয় (সভাপতি),ওসহযোগিতায় ছিল মোঃশরিফ সিকদার শাহিন (ডিভি), নাসিবুল হাসান( সাধারণ সম্পাদক),নাহিদা বকুল(শিশু সাংবাদিক), ওয়াহিদা বিনতে রোকন( শিশু গবেষক), প্রশান্ত সান্যাল(শিশু গবেষক), মিফতাহুল জান্নাত ( ডিভি)। প্রায় ৬০+৭০ জন শিক্ষার্থীদের তাৎক্ষনিক ভোটে কমিটির ১২ জন সদস্য নির্বাচিত হন। উক্ত সদস্যরা হলেন:
১. সভাপতি: জিনিয়া
২.সহ সভপতি : নদী
৩.সাধারণ সম্পাদক :মিথিলা
৪.যুগ্ম সাধারণ সম্পাদক: মাহিমাসুলতানা এষা
৫.শিশু সাংবাদিক(১): মিম
৬.শিশু সাংবাদিক (২): মাহিশা
৭.শিশু সাংবাদিক(৩): সাবিহা
৮. শিশুসাংবাদিক(৪): জান্নাতুল জিনিয়া
৯. শিশু গবেষকগণ(১): সামিয়া ইসলাম
১০.শিশু গবেষক(২):শান্তা।১১. কার্যকারি সদস্য (১):জেরিন।কার্যকারি সদস্য(২): রাহা। গঠন শেষে উপ- কমিটির সদস্যদের মাঝে তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়।

এনসিটিএফ নওঁগা জেলার বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচি

১৬/০৮/২০১৬ ইং তারিখে এনসিটিএফ নওঁগা জেলায় বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচিতে ৫ টি বিদ্যালয়ে বৃক্ষ বিতরন করা হয়েছে।বিদ্যালয়গুলোর নাম যথাক্রমে জনকল্যান মডেল উচ্চ বিদ্যালয়,সেন্ট্রাল গার্লস্ হাই স্কুল,চক এনায়েত উচ্চ বিদ্যালয়,মর্ছুলা বালিকা উচ্চ বিদ্যালয় ও কে ডি সরকারী উচ্চ বিদ্যলয় নওগাঁ। এ ৫ টি বিদ্যালয়ে ফলজ,বনজ ও ঔষধী বৃক্ষ মিলে সর্বমোট ১০০ টি বৃক্ষ বিতরন করা হয়। বৃক্ষ বিতরনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিটিএফ নওগাঁ জেলার উপদেষ্টা প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, অন্যান্য উপদেষ্টা মোঃ রফিকুদ্দৌলা রাব্বি, মোঃ কায়েস উদ্দিন, শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ তহিদুল ইসলাম সাধারন সম্পাদক : নাসিবুল হাসান।সাংগঠানিক সম্পাদক : ওয়ালিউল আলভি।সহসভাপতি: আহসানা আশা।যুগ্ম সাধারন সম্পাদক: প্রিয়া। শিশু সাংবাদিক : প্রশান্ত কুমার সান্যাল। সি পি এম (ছেলে): মোঃ পলাশ হোসেন। সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ।উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনসিটিএফ এর সভাপতি আমির তাহেরী উদয় এবং উক্ত অনুষ্ঠানে সহযোগীতা করে ডিভিদের শরিফ সিকদার শাহিন ও মিফতাহুল জান্নাত সহ এনসিটিএফ এর অন্যান্য সদস্যরা। প্রত্যেকটি বিদ্যালয়ে চারা বিতরনের পর এনসিটিএফ এর সদস্য ও উপদেষ্টা গণ মিলে একাডেমীর প্রাঙ্গনে দুইটি ফলজ চারা রোপন এর মাধ্যমে উক্ত কর্মসূচির সমাপ্ত করা হয়।

ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

অাব্দুল্লাহ অাল অাসিফ : ১৯-০৮-১৬ শুক্রবার সকাল দশটায় এনসিটিএফ কিশোরগঞ্জ এর সদস্যদের নিয়ে হয়ে গেল ওরিয়েন্টেশন কর্মশালা। কর্মশালায় শিশু একাডেমির প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।কর্মশালায় দেশাত্মবোধক দেশপ্রেম, বাঙালি ঐতিহ্য ও দেশীয় সংস্কৃতিতে উদ্বুদ্ধ করণের মাধ্যমে জঙ্গিবাদ ও অপসংস্কৃতি রহিত করনের বিষয়ে অালোচনা করা হয়। উক্ত কর্মশালায় এনসিটিএফ কিশোরগঞ্জ এর সম্মানিত সভাপতি জঙ্গিবাদ বিরোধী বক্তব্য রাখেন।তিনি সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধের জন্য অাহব্বান জানান।

নরসিংদীতে এনসিটিএফ এর প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত।

মোবারক হোসেনঃ ১৯-০৮-২০১৬ সম্পন্ন হয়ে গেল এনসিটিএফ নরসিংদী জেলার দুই দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা। প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে ছিলেন নরসিংদী জেলার সিওয়াইভি সুমনা শিল্পী।আইসিটি এবং এনসিটিএফ এর উপর ১টি সেশন নেন প্রাক্তন সদস্য এবং এনসিটিএফ আইটি এক্সপার্ট শিমুল আহমেদ তরঙ্গ । প্রশিক্ষনে্র মূলমন্ত্র ছিলো “আমরা কুঁড়ি ফুটব কাল”। এসময় নরসিংদী জেলার কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের সাথে আরো অংশগ্রহন করে এনসিটিএফ এর সাধারন সদস্যরা। সার্বিক সহযোগিতায় ছিল সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারনেশাল বাংলাদেশ, বাংলাদেশ শিশু একাডেমী এবং এনসিটিএফ নরসিংদীর জেলা ভলান্টিয়ারগন। প্রশিক্ষনে জীবন দক্ষতা,শিশু অধিকার,আইসিটি এবং রাজনীতি তে শিশুদের ব্যবহার নিয়ে আলোচনা করা হয় ।

বাদাম বেইচা কেমনে স্যার হমু

গরীব বা ধনী হোক সবারই স্বপ্ন আছে। স্বপ্ন কখন জাতি ভেদে হয় না। স্বপ্ন দেখার অধিকার সবার আছে।যে বয়সে লেখাপড়া করার কথা ঠিক সেই বয়সে অনেক শিশু তার পরিবারের জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন শ্রমে নিয়োজিত থাকে।শ্রম যে ধরনের হোক না কেনো চায় শুধু দুবেলা দুমুঠো ভাত।শিশুটির নাম উজ্বল (১০)বেউথা বস্তিতে  থাকে দুর থেকে তার কন্ঠে শোনা য়ায “বাদাম লইবেন ভাই বাদাম “তাকে এ কাজ কর কেন প্রশ্ন করলে জানায় “বাবা নাই মা বাইততে বাইততে কাম করে।  মা যা কামায় তাতে আমাগো অই না তাই বাদাম বেচি “।সে আরো জানায় প্রতিদিন তার (১৫০-১৮০) পর্যন্ত আয় হয়।তার স্বপ্নের কথা জানতে চাইলে সে বলে “ইচ্ছা ছিল স্যার হমু  পোলাপানে আমারে সালাম দিব।এহন আর স্কুলে জাইতে পারি না। বাদাম বেচুম না স্কুলে যামু।”
আমাদের সমাজে অনেক শিশু আছে যারা লেখাপড়া করতে চায়। কিন্ত আর্থিক অভাবের কারনে তাদের স্বপ্ন শুধুই স্বপ্নই রয়ে যায়।

শিশু সাংবাদিক
আবুল হাসানাত
NCTF জেলা কমিটি মানিকগঞ্জ

ব্রাহ্মণবাড়িয়ায় সেভ দ্য চিলড্রেন ও শিশু একাডেমীর যৌথ উদ্যোগে প্রশিক্ষ কর্মশালা সম্পন্ন :

এনসিটিএফ সদস্যদের জীবন দক্ষতা ও মান উন্নয়ন লক্ষে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ ও বাংলাদেশ শিশু একাডেমীর যৌথ উদ্যোগে আয়োজিত হয়ে গেলো ২ দিন ব্যাপী শিশু অধিকার,জীবন দক্ষতা,নিউজলেটার প্রকাশনা,আইসিটি ও এনসিটিএফ অপারেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।

কর্মশালাটি পরিচলনা করেন করেন সেভ দ্য চিলড্রেন এর সেন্ট্রাল ইয়ুথ ভলেন্টিয়ার জান্নাতুল ফেরদৌস টুম্পা। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন এনসিটিএফ কেন্দ্রিয় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি সাপাতেত জামিল নওশান, সাধারণ সম্পাদক ছানিয়া জাহান পুষ্প, শিশু সাংবাদিক আফনান আলম সাকিব, শিশু গবেষক মাহিয়া চৌধুরী ও জেলা ভলেন্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাস এবং এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য ও সাধারণ সদস্যদৃন্দ।

এনসিটিএফ খুলনার সংবাদ সম্মেলন

এনসিটিএফ’র কার্যক্রম পরিচালনায় সাংবাদিকদের সহযোগিতা কামনা

খুলনা জেলা এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির উদ্যোগে শিশু একাডেমী, প্লান বাংলাদেশ এবং সেভ দি চিলড্রেনের সহযোগিতায় গতকাল মঙ্গলবার বেলা ১টা ৩০মিনিটে নগরীর শিশু একাডেমী মিলনায়তনে জেলা পর্যায়ের সাংবাদিকদের সাথে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিশু সাংবাদিক মারজিয়া ইসলাম প্রাপ্তি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, খুলনার বিভিন্ন স্থানে এনসিটিএফ সদস্যরা শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং করে আসছে। এর মধ্যে নাগের বাজার বিভিন্ন স্পট, রেল বস্তি, বিসিক শিল্প নগরী, বাসস্ট্যান্ড উল্লেখযোগ্য। এসকল স্থানে এখনো অনেক শিশু বিভিন্ন ধরণের ঝুঁকিপূর্ণ কাজ করে চলছে। আমরা চাই এসব শিশু অর্থের অভাবে কাজে লিপ্ত হলেও তারা যেন লেখাপড়ার সুযোগ পায়। এনসিটিএফ জেলা কমিটির সদস্যরা খুলনা জেলায় এনসিটিএফ এর কার্যক্রম পরিচালনার জন্য কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। উপস্থিত সাংবাদিকবৃন্দ এনসিটিএফ সদস্যদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বলেন, বর্তমান সরকার শিশুদের অধিকারের বিষয়ে যথেষ্ট আন্তরিক। সরকারের লক্ষ্য দেশে কোন পথশিশু থাকবে না। কিন্তু অনেক ক্ষেত্রে শিশুদের অনিচ্ছার কারণেই তাদের পুনর্বাসন করা সম্ভব হচ্ছে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম, এনসিটিএফ’র উপদেষ্টা মিদুল ইসলাম মৃদুল, সভাপতি লিটন হাওলাদার, সহ-সভাপতি পুজা সাহা, সাংগঠনিক সম্পাদক দীপন দে, শিশু সাংবাদিক আরিয়ান নুহান, শিশু গবেষক সানজিদা ইসলাম, সানজিদ হাসান সাজিদ, চাইল্ড পার্লামেন্ট মেম্বার ইমাম আবু জোবায়ের প্রমুখ।