এনসিটিএফ ময়মনসিংহের আগস্ট মাসিক সভা অনুষ্টিত (The monthly meeting of NCTF Mymensingh was held in August)

১১ই আগষ্ঠ,২০১৬ রোজ বৃহস্পতিবার বেলা .৩০ মিনিট ময়মনসিংহ এনসিটিএফ এর মাসিক মিটিং অনুষ্ঠিত হয় উক্ত মিটিং এনসিটিএফ এর সকল কার্যনির্বাহী কমিটির সদস্যরা এবং সাধারন সদস্যরাও  উপস্থিত ছিলেন । উক্ত মিটিং সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা এনসিটিএফ এর সভাপতি শামস্ আল জাফির  মিটিং এর আলোচ্য  বিষয় ছিল
২০১৬ সালের পত্রিকা ছাপানোর জন্য লেখা সংগ্রহ করা
. আইডি কার্ডের জন্য ছবি সংগ্রহ করা
.১৫ আগষ্ঠ ২০১৬ বিকাল ৪টার মিলাদ মাহফিল করা
. ময়মনসিংহ এনসিটিএফ এর পূর্নমিলনি আনন্দ ভ্রমনএর দিন তারিখ নির্ধারণ  করা।

শামস আল জাফির,
সভাপতি,
এনসিটিএফ,ময়মনসিংহ।

এনসিটিএফ কিশোরগঞ্জ এর কার্যকরী কমিটির আগষ্ট মাসের মিটিং অনুষ্ঠিত (The monthly meeting of NCTF Kishoreganj executive committee was held in August)

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ১৫ই আগষ্টের শোককে ধারণ করে আজ এনসিটিএফ, কিশোরগঞ্জ এর কার্যকরী কমিটির মিটিং অনুষ্ঠিত হয়।বাংলাদেশ শিশু একাডেমি কিশোরগঞ্জ জেলা শাখার উদ্দোগে শিশু একাডেমিতে বঙ্গবন্ধুর উপর আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা , রচনা প্রতিযোগিতা সহ নানা ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হয়।তাছাড়া বঙ্গবন্ধুর আলোকচিত্র প্রদর্শন করা হয়। এনসিটিএফ সদস্যরা এসব  আয়োজন পরিদর্শন করে।

আগস্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত

১৪ আগস্ট ২০১৬ ইং বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ শিশু একাডেমি, হবিগঞ্জ প্রাঙ্গণে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স এর মাসিক মিটিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন শিশু বিষয়ক কর্মকর্তা জনাব ইসরাত জাহান , সাবেক সভাপতি মিজানুর রহমান আরিফ ,জেলা ভলান্টিয়ার এবং ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স হবিগঞ্জ কার্যনির্বাহী কমিটি এবং স্কুল কমিটি এর সদস্যবৃন্দ।

এনসিটিএফ রংপুর এর বৃক্ষরোপন

১২ আগষ্ট এনসিটিএফ রংপুর জেলার কার্যনির্বাহী কমিটির উদ্দোগে বাংলাদেশ শিশু একাডেমী এবং মিস্ত্রীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন গাছের চারা রোপন করা হয়। এ সময় কার্যনির্বাহী কমিটির সাথে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: ইমরান মিঞাঁ, বাংলাদেশ শিশু একাডেমী, রংপুর এবং এনসিটিএফ রংপুরের বন্ধু রেজিনা সাফরিন।

শিশুদের নিয়ে চকলেট উৎসবের আয়োজন করল এনসিটিএফ রাজশাহী

গত ১২ আগষ্ট এনসিটিএফ রাজশাহী জেলার আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গনে শিশুদের নিয়ে হয়ে গেল চকলেট উৎসব ২০১৬। এনসিটিএফ রাজশাহী জেলার কার্যনির্বাহী কমিটির স্বউদ্দোগের এই কার্যক্রমে আনন্দে মেতেছিল ১৬ জন কমলমতি শিশু। একটি নয় দুটি নয় মোট ষোলটি মজার চকলেটের আনন্দের এই আয়োজন করতে পেরে আনন্দিত এনসিটিএফ রাজশাহী।  পুরো আয়োজন জুড়ে উপস্থিত ছিল এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ এবং জেলা ভলান্টিয়ারগন।

শাস্তির দাবিতে যশোর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

কেশবপুর উপজেলার কালিয়ারই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দলিত শিক্ষার্থীদের প্রতি অস্পৃশ্যমূলক কটূক্তিকারী শিক্ষকদের অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

সোমবার শিশু অধিকার বাস্তবায়নের সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) যশোরের উদ্যোগে জেলা প্রশাসক বরাবর এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক ড. হুমায়ূন কবীর।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ইফতি আরাফাত শান্ত, সাংগঠনিক সম্পাদক মাসুম সুজন, চাইল্ড পার্লামেন্ট সদস্য সানজিদা আক্তার জ্যোতি, ভলেন্টিয়ার সেলিনা পারভীন, তানিয়া আফরিন, নয়ন কুমার গাইন প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়েছে, যশোর জেলার কেশবপুর উপজেলায় কালিয়ারই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ৩০ জন দলিত শিক্ষার্থী নিয়মিত লেখাপড়া করে থাকে।

গত ২০ জুলাই স্কুলের ক্লাস চলাকালীন সময়ে চতুর্থ শ্রেণির ক্লাস শিক্ষিকা আসমা খাতুন গণিত পড়া নেয়ার সময় এক সহকারি শিক্ষিকা পারভিনা খাতুন অপ্রত্যাশিতভাবে ক্লাসে ঢুকে দলিত শিক্ষার্থীদের কটূক্তি করেন ও অকথ্য ভাষায় গালাগাল দেন। এছাড়া প্রধান শিক্ষক মতিয়ার রহমান দলিত শিশুদের দিয়ে অমানবিক কাজ করিয়ে নেন। স্মারকলিপিতে যশোর জেলা এনসিটিএফ ওই শিক্ষকদের অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও দলিত শিক্ষার্থীরা যাতে মর্যাদাপূর্ণ পরিবেশে লেখাপড়া করতে পারে সে ব্যাপারে একটি নির্দেশনা জারি করে তা যথাযথ পদক্ষেপ বাস্তবায়নের দাবি জানিয়েছে।

মৌলভীবাজার এনসিটিএফ এর হাসপাতাল পরিদর্শন

 ৮ ই আগস্ট ২০১৬ইং সকাল ১০  টায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) মৌলভীবাজার,জেলা কমিটি ও উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ মৌলভীবাজার জেলার  ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের  শিশু ওয়ার্ড  পরিদর্শন করেন ।

এসময় তারা কর্তব্যরত ডাক্তার আব্দুল্লাহ আল-বাকী স্যারের  সাথে কথা বলে। ডা. আব্দুল্লাহ আল-বাকী স্যার  জানান, মা ও শিশুদের জন্য বেডের সংখ্যা চাহিদার তুলনায় কম। এদের জন্য ৪০  টি বেড রয়েছে।কিন্তু ডাঃ জানান মাঝে মাঝে  রোগীর সংখ্যা  ১২০ এ গিয়ে দাঁড়ায়। আজই রোগীর সংখ্যা   ছিল ৭০জন। রোগীর সংখ্যা  বেশি হলে একই  বিছানায় ২-৩ করে  থাকতে দেয়া হয়। হাসপাতালে জায়গা সল্পতার কারনে এই সমস্যাগুলো হচ্ছে বলে ডাঃ জানান।তাছাড়া হাসপাতালের নতুন ভবনে আরেকটা  শিশু ওয়ার্ড  খোলার কথা থাকলেও তা নাকি পর্যাপ্ত জনবলের অভাবে খোলা হচ্ছে না।এছাড়াও উক্ত ওয়ার্ডে মাত্র ১জন নার্স রয়েছেন। কিন্তু উক্ত ওয়ার্ড যথেষ্ট পরিষ্কার-পরিচ্ছন্ন রয়েছে ,তাছাড়া শিশুদের বিনোদনের জন্য রয়েছে কিছু খেলনা সামগ্রী, রয়েছে টেলিভিশন।

চিকিৎসাধীন নাসিমা বেগম  (২২ ) সাথে কথা বলে জানা যায়, তার শিশুর বয়স তিন দিন।ডাক্তাররা ওষুধপত্র দেয়া সহ নিয়মিত দেখাশুনা করছেন বলেও তিনি জানান।

ডাঃ আরো জানান এই সময় নিউমোনিয়া,শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বেশি। তাছাড়া নবজাতকের বিভিন্ন প্রকার রোগ বিরাজমান রয়েছে।

ডাঃ জানান “সীমিত সম্পদে সর্বোচ্চ সেবাদেনের প্রচেষ্টা” এই স্লোগান নিয়ে তারা কাজ করছেন।

এই পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন  শিশু একাডেমীর লাইব্রেয়িয়ান ফরিদ উদ্দীন, এনসিটিএফ মৌলভীবাজার জেলা ভলান্টিয়ার কামরুল ইসলাম,রোমানা চৌধুরী প্রমুখ।

শিক্ষা উপকরণ বিতরণ উৎসব পর্ব-০১(Feast of educational materials distributed – 01)

এনসটিএফ শেরপুর জেলা সর্বদা ব্যতিক্রমতা নিয়েই শিশুদের সামনে হাজির হয়।আজ সবাইকে জানাই বন্ধু দিবসের শুভেচ্ছা।কি করা যায়, এমনটা ভাবেতই এমন শিশুদের জন্য কিছু করতে ইচ্ছে করল, যাদের বন্ধুত্ব তাদের পড়াশোনার প্রতি । তাই শেরপুর জেলার মেধাবী কিছু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও জেলা এনসিটিএফ এর বার্ষিক মুখপত্র ‘শিশু স্বপ্ন’ তুলে দেয় এনসিটিএফ শেরপুর জেলার কার্যনির্বাহী কমিটির সদস্যরা।হাতে নতুন বই খাতা ও শিক্ষার আরও নানা উপকরণ পেয়ে কোমল এই শিশুরা খুব খুশি হয় !
আসুন শিশুদের মুখে হাসি ফোটানোর এই কাজে যোগদান করি সবাই, সামান্য কিছু অবদান বদলে দেবে সমগ্র বাংলাদশের রূপরেখা।

জেলা কমিটির পক্ষে-
দূর্জয় সরকার তীর্থ
সভাপতি,
এনসিটিএফ, শেরপুর

গাইবান্ধা এনসিটিএফ এর আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত

গত আগষ্ট জেলা শিশু একাডেমি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতিত্ব করেন মোঃ আশিকুর রহমান শাওন। সভায় কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উল্লেখযোগ্য কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
। আগামী ১০ আগষ্ট শিশুদের সাথে মুখোমুখি অনুষ্ঠানের আয়োজনের ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসকের সাথে সাক্ষাত।
কার্যনিবাহী কমিটির অনিয়মিত সাধারন সম্পাদকের পদ পরিবর্তন।
সুন্দরগন্জ উপজেলার সরকারি বালক বালিকা বিদ্যালয়ে সদস্য সংগ্রহ স্কুল কমিটি গঠন।
কার্য নির্বাহী সদ্যদের বিশেষ প্রশিক্ষনের সময়সূচি নির্ধারণ।
কার্যনিরবাহী সদস্যদের টি শার্ট প্রদানের ব্যবস্থা করা।
৬। আইডি কার্ডের আংশিক পরিবর্তন।
জেলার শিশু অধিকার পরিস্থিতি পর্যবেক্ষনের জন্য জরিপ ক্যাম্পেইন জেলা প্রশাসকের সহযোগিতা সাপেক্ষে শুরু হবে।

এনসিটিএফ রংপুর এর আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত (The monthly meeting of NCTF Rangpur was held in August)

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) রংপুর জেলা শাখার মাসিক সভা গত ০৫ আগষ্ট সকাল ১০ টায়  জেলা শিশু একাডেমি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় এনসিটিএফ সভাপতি আবিদ আল মারুফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইমরান আলী ভূইয়া, সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ এবং জেলা ভালান্টিয়ারগণ। সভায় গুরুত্বপূর্ন কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
১. বৃক্ষ রোপন অভিযান ২০১৬ পালন।
২. নতুন জেলা ভলান্টিয়ার ছেলে নিয়োগের সুপারিশ বিষয়ে সিন্ধান্ত।
৩. স্কুল পরিদর্শন এবং সদস্য সংগ্রহ
৪. বনোভজন