এনসিটিএফ_ন্যাশনাল_কনফারেন্স_২০১৬ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য:(Some important information about the National Conference NCTF 2016)

আগামী ১৫জুন,২০১৬ তারিখে এনসিটিএফ এর ন্যাশনাল কনফারেন্স ২০১৬ সাভারের সিসিডিবি_হোপ_সেন্টারে অনুষ্ঠিত হবে। কনফারেন্সে যারা অংশগ্রহণ করবে তাদের তালিকা, কোথায়, কখন রিপোর্টিং করতে হবে সে তথ্য, সেফরন, তাদের থাকা এবং বিল সম্পর্কিত গাইডলইন নিচে সংযুক্ত করা হল। আর অবশ্যই সকলকে অভিভাবক সম্মতিপত্র এবং #জেএসসি বা #এসএসসি পরীক্ষার সার্টিফিকেট বা মার্কসিটের সত্যায়িত কপি সঙ্গে করে আনতে হবে। যাতায়াতের ক্ষেত্রে বাস, লঞ্চ বা ট্রেনের টিকেট সঙ্গে করে নিয়ে আসতে হবে। সকল পরিবহন ব্যবহারের ক্ষেত্রে  এসি_বাহন গ্রহণ যোগ্য হবে না, নন এসি বাহন ব্যবহার করতে এবং টিকেট ছাড়া কাউকে বিল দেওয়া হবে না।

ধন্যবাদন্তে

এনসিটিএফ কেন্দ্রীয় কমিটি।

সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর ক্ষুদ্র প্রয়াস খুলনা এনসিটিএফ এর (Small attempt to bring smile on the face of the underprivileged children of Khulna NCTF)

একটু ছোট উদ্দোগ পারে কিছু সুবিধা বঞ্চিত শিশুর মুখে হাসি ফোটাতে। সেই মধুর হাসিটা দেখার জন্য আমরা একটা ক্ষুদ্র প্রয়াস গ্রহন করলাম। তারই ধারাবাহিকতায় অর্ধ শতাধিক শিশু মুখে আম তুলে দিতে সক্ষম হলাম আমরা। পারবোনা হাজারটা শিশুর মুখে হাসি ফোটাতে কিন্তু আমাদের সামর্থ অনুযায়ী আজ অর্ধশতাধিক শিশুর মুখে গ্রীষ্মকালীন ফল আম তুলে দিয়ে হাসি ফোটানের ক্ষুদ্র প্রয়াস নিলাম মাত্র। খুলনা এনসিটিএফ এর ডিষ্টিক ভলেন্টিয়ার লায়লা আক্তার সিগ্ধা খুলনা এনসিটিএফ এর সভাপতি এইচ এম লিটন হাওলাদারে উদ্দোগে সুবিধা বঞ্চিত শিশুদের আম এবং কেক  দেওয়া হয় কাল। খুলনা বিশ্ববিদ্যালয়ের ইওথ গ্রুপের স্কুলেরসকল সুবিধা বঞ্চিত শিশুদের প্রদানকরা হয় ফল। সময়  শিশুদের কিছু দিক নির্দেশনাও প্রদানকরেন সভাপতিএইচ এম লিটন হাওলাদার। সেখানে আরো উপস্থিত ছিল খুলনা এনসিটিএফ এর উপদেষ্টারা। এই সল্প একটা উদ্দোগে তারা অনেক খুশি।

[Maybe something a little smaller initiatives to bring smile to underprivileged children. The sweet smile to see that we have taken a small effort. Over half of children in the face of the continuation of mangoes that we are able to give. But we can not afford to bring smiles to the face of a thousand children under the mango fruit over the summer with a smile on the face of this century’s photanera auction only a small effort.]

এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির জুন মাসের মাসিক সভা অনুষ্ঠিত (NCTF Chapainawabganj monthly meeting of the Committee held in June)

জুন ২০১৬ তারিখ সকাল ১০.৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ শিশু একাডেমী ভবনে অনুষ্ঠিত হয় এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির জুন মাসের মাসিক সভা। উক্ত সভায় উপস্থিত ছিলেন সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার মো: মোস্তাফিজুর রহমান সৈকত, চাঁপাইনবাবগঞ্জ বিএসএ অফিসার মো: শফিকুল আলমসহ এনসিটিএফ জেলা কমিটির সকল সদস্যগণ। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিজন ঘোষ (সভাপতিচাঁপাইনবাবগঞ্জ এনসিটিএফ) সভায় শিশু সুরক্ষার বিষয় নিয়ে আলোচনা করা হয় রমজান মাস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার পার্টি অনুষ্টান এবং ঈদবস্ত্র বিতরন অনুষ্টানের আয়োজন করা হবে বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়।

[2016 at 10.30 in the morning of June 8, Chapainawabganj Shishu Academy was held at the June monthly meeting of the District Committee NCTF district. The meeting was attended by the Central Youth Volunteer Md Saiful Rahman beach, biesae district officer Mohammad Shafiul Alam NCTF and all the members of the District Committee. The meeting was chaired by Bijan Ghosh (president Chapainawabganj NCTF). The meeting is to discuss the protection of children and Ramadan Iftar party with underprivileged children and idabastra anustana anustanera distribution will be held to decide on the matter are accepted.]

পরিচয়পত্র পেল এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জের কার্যনির্বাহী কমিটি (NCTF Chanpainawabganj Executive Committee Received Credentials)

০৮ জুন বুধবার পরিচয় পত্র বিতরন করা হয় এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জের কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিশুদের মাঝে পরিচয়পত্র গুলো বিতরন করেন। এই সময় জেলা ভলান্টিয়ার এবং সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। জানুয়ারীতে নির্বাচনের মাধ্যমে দ্বায়িত নিয়েছিল উক্ত কমিটি।  ২০১৬১৭ সালের নতুন কমিটি শিশুদের অধিকার বাস্তবায়নে যথাযথভাবে দ্বায়িত পালন করবে বলে জানায় বিজন ঘোষ, সভাপতি, এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ।

[Wednesday, June 08 identification documents were distributed among the members of the NCTF executive committee Chanpainawabganj. District Children’s Officer credentials are distributed to the children. This time, the Central District Volunteer and Youth Volunteer Mohammad Saiful Rahman were present. The committee had the duty in January elections. 2016-17 The new committee will observe the rights of children, according to duty properly implement Bijan Ghosh, president, NCTF Chanpainawabganj.]

এনসিটিএফ মৌলভীবাজার জেলার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান

৬ ই জুন ২০১৬  ইং তারিখ বিকাল ৩ঘটিকায় ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) মৌলভীবাজার জেলার উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে প্রায় অর্ধশতাধিক সুবিধা বঞ্চিত  শিশু পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।তাদের মধ্যে অধিকাংশই শিশু ছিল প্রতিবন্ধী । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমীর লাইব্রেরীইয়ান ফরিদ আহমদ,জেলা ভারপ্রাপ্ত ভলান্টিয়ার কামরুল ইসলাম, বর্তমান কমিটি ও সাবেক কমিটির সদস্যবৃন্দ।

 

গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এনসিটিএফ এর স্কুল কমিটি গঠন

গত ৫ জুন গনতান্তিক প্রকিয়ায় ভোটাভোটি ও ন্যাশনাল চিলড্রেন টাষ্ক ফোর্স এনসিটিএফ এর গাইবান্ধা জেলা শাখা  কমিটির কর্ম পরিকল্পনার অংশ হিসাবে গাইবান্ধা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুল কমিটি গঠন করা হয় সেই সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্কুলের প্রায় ৫০ জনের প্রত্যক্ষ ভোটে ১১ জন বিশিষ্ঠ স্কুল কমিটি গঠন করা হয়। এ সময় আরো ২০০ জন সাধারণ সদস্য হিসাবে এনসিটিএফ এ যোগ দেয়। এরপর এনসিটিএফ এর সাধারণ সদস্যদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এনসিটিএফ এর কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ এবং  জেলা ভলান্টিয়ারগণ উপস্তিত ছিলেন।

এনসিটিএফ শেরপুর জেলা কমিটির উদ্দোগে পথশিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরন :

রজত সাহা অন্তু : গত ২৭ মে রোজ শুক্রবার এনসিটিএফ শেরপুর জেলা কমিটির উদ্দোগে জেলা শিশু একাডেমী প্রঙ্গনের সামনে পথশিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরনের আয়োজন করা হয় ।”আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যত” ।আর এই উক্তিই বাস্তবায়নের লক্ষে এনসিটিএফ সারাদেশব্যাপি কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিটিএফ শেরপুর জেলা কমিটির  স্থায়ী সদস্যরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত শিশুদের তাদের ভবিষ্যত স্বপ্ন সম্পর্কে জানতে চাওয়া হলে তাদের মাঝ থেকে অনেকেই বলেন যে তারা ডাক্তার হতে চান, অনেকেই  শিক্ষক হতে চান এবং অনেকেই বলেন যে ইন্জিনিয়ার হতে চান। পরিশেষে তাদের ভবিষ্যত স্বপ্ন পূরণের আশা ব্যক্ত করে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষনা করা হয় ।

এনসিটিএফ রাজশাহীর সাথে ইয়ুথ গ্রুপের সভা অনুষ্ঠিত

গত ৩১ মে সকাল ১০ ইনসিডেন্ট বাংলাদেশ এর আয়োজনে এনসিটিএফ রাজশাহী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইয়ুথ গ্রুপের সাথে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় ইয়ুথ গ্রুপ এবং এনসিটিএফ তাদের কাজের  ক্ষেত্রে একে অপরের সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে  এনসিটিএফ শিশু গবেষনায় এখন থেকে ইয়ুথ গ্রুপ তাদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবে বলে জানায়। সভায় এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির ১১ সদস্য উপস্থিত ছিল। এছাড়া সভায় উপস্থিতি ছিলেন উমা রানী দাস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বাংলাদেশ শিশু একাডেমী, রাজশাহী, মোঃ মোস্তাফিজুর রহমান, ফোকাল পার্সন, ইনসিডেন্ট বাংলাদেশ, মোঃ হেলাল শান্ত, যোগাযোগ ও উন্নয়ন বিষয়ক কর্মকর্তা, ইনসিডেন্ট বাংলাদেশ, মোঃ মোস্তাফিজুর রহমান, সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার, এনসিটিএফ প্রকল্প, সেভ দ্য  চিলড্রেন। ইয়ুথ গ্রুপ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পরিচালিত শিশু নিকেতন এর শিশুদের নিয়ে একটি এনসিটিএফ স্কুল কমিটি গঠন করার প্রস্তাব রাখেন। আগামী ৪ মে এনসিটিএফ রাজশাহী শিশু নিকেতন পরিদর্শন এবং স্কুল কমিটি গঠন করবে বলে জানায়। এছাড়া এখন থেকে এনসিটিএফ এর সকল কর্মকান্ডে ইয়ুথ গ্রুপকে জানানো হবে। আনন্দমুখর বিনোদনের মাধ্যমে সভার শেষ হয়।

Actions against schools without toilets: Nahid

DHAKA, May 31, 2016 (BSS) – Education Minister Nurul Islam Nahid today said actions will be taken against education institutions having no toilet facilities.
“A healthy environment is essential for quality education. Toilets and arrangements for safe water are prime components of healthy environment,” he said speaking as the chief guest at ‘child parliament session’ at Gulshan Spectra Convention Centre in the city, said an official release.
The minister said students’ cabinets have been formed with direct votes of the students to create democratic values in the new generation.
The responsibility of the cabinets is to help the teachers and maintain a nice and sound environment in schools, he said.
“If they cannot do these tasks, they need not to stay in leadership,” he added.
Nurul Islam Nahid said one hostel will be constructed with every school in the hill and coastal areas of the country.
“The government is thinking over this as the students of remote areas do not get enough facilities for their studies,” he added.
Nurjahan Begum Mukta, MP, addressed the session as the special guest.
Save the Children Bangladesh, Plan International Bangladesh and Bangladesh Shishu Academy jointly organized the 13th Child parliament.