এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প

স্বাস্থ্যই সকল সুখের মূল। আর তা নিশ্চিত করার গুরু দায়িত্ব রাষ্ট্রের, কিন্তু দরিদ্রতম দেশ বলেই শতভাগ সু-স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা রাষ্ট্রের একার পক্ষে সম্ভব নয়। তাই এনসিটিএফ শিশুরা স্ব-উদ্যোগে অবহেলিত দরিদ্র দেড় শতাধীক শিশুদের অংশগ্রহণে ১৪মে শনিবার শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ১২ টায় ডেন্টাল ক্যাম্প’র আয়োজন করে। ডেন্টাল ক্যাম্প’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার শাহারিয়ার আল মামুন বলেন শিশুদের মেধা ও বু্দ্ধির পাশাপাশি দরকার ইচ্ছা এবং প্রচেষ্টা যা দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তিনি এনসিটিএফ শিশুদের কার্যক্রমের প্রশংসা করে তাদের সকল কার্যক্রমে সহায়তার আশ্বাস দিয়ে দরিদ্র শিশুদের উদ্দেশ্য মৌসুমী ফল বিতরণ উৎসব আয়োজন করার জন্য এনসিটিএফ শিশুদের উৎসাহিত করেন। উল্লেখ্য উক্ত ক্যাম্পে প্রায় দেড় শতাধিক শিশুকে ডেন্টাল চেকআপ শেষে ব্রাশ,পেষ্ট, শুকনা নাস্তা ইত্যাদি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি সাফায়েত জামিল নওশানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মো. আব্দুল করিম, সহকারি পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া, মো. মঈনুর রহমান, অফিসার্স ইনচার্জ, ব্রাহ্মণবাড়িয়া মডেল থানা, মো. মনির হোসেন, প্রভাষক, ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ, মো: মফিজুল ইসলাম,প্রধান শিক্ষক, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়। উক্ত ক্যাম্পে ডা. নুরুল হুদা পাভেল শিশুদের ডেন্টাল চেকআপ করেন।

এনসিটিএফ সদস্য সৃজন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানেউদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির শিশু গবেষক ফুয়াদ হাসান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিটিএফ চাইল্ড পার্লামেন্টের ডেপুটি স্পিকার সাইদা আহসান লোপা, এনসিটিএফ জেলা কমিটির সদস্য ছানিয়া হক, মীম, ইমন, ইফতি,চৈতি, তুষার, পলি, হিমু, মিথুন সহ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় এবং বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এণ্ড কলেজ সাব কমিটির সদস্যবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা এনসিটিএফ কমিটির স্কুল কমিটি গঠন

বিজন ঘোষ # সভাপতি # এনসিটিএফ # চাঁপাইনবাবগঞ্জ : গত ২৮ এপ্রিল,২০১৬  চাঁপাইনবাবগঞ্জ_জেলা_এনসিটিএফ কমিটির সদস্যগণ ও জেলা ভলান্টিয়ারের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের স্বনামধন্য গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে সাধারণ সদস্যফর্ম বিতরণ করা হয় এবং ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘স্কুল কমিটি’ গঠন করা হয়। এ সময়ে আমাদের সাথে ছিলেন অএ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ রোকসানা আহমেদ। বিদ্যালয় তথা চাঁপাইনবাবগঞ্জের শিশুদের নেতৃত্ব দিতে পারবে,এরকম শিক্ষার্থী নিয়ে এই কমিটি গঠন করা হয়। কমিটির সকলে এনসিটিএফ_চাঁপাইনবাবগঞ্জের সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। সেই সাথে,অএ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ ভবিষ্যতে এনসিটিএফ_চাঁপাইনবাবগঞ্জকে সবরকম কাজে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

স্কুল কমিটির ১১ জন সদস্যদের নাম ও তাদের পদবী নিম্নে উল্লেখ করা হলোঃ

১. সভাপতি : আব্দুল্লাহ আল-মামুন (৯ম শ্রেণি)
২. সহ-সভাপতি : ফেরদৌসা ওয়াহিদ দিশা (৯ম শ্রেণি)
৩. সাধারণ সম্পাদক : জাকিয়া ইসরাত (৯ম শ্রেণি)
৪. যুগ্ম-সাধারণ সম্পাদক : আবরার মাহির (৯ম শ্রেণি)
৫. সাংগঠনিক সম্পাদক : ইমরান আহমেদ (৯ম শ্রেণি)
৬. চাইল্ড পার্লামেন্ট (ছেলে) : মোস্তাফিজুর রহমান (৮ম শ্রেণি)
৭. চাইল্ড পার্লামেন্ট (মেয়ে) : বিথী ঘোষ (৯ম শ্রেণি)
৮. শিশু গবেষক (ছেলে) : আব্দুর নাঈম (৮ম শ্রেণি)
৯. শিশু গবেষক (মেয়ে) : ইসরাত জাহান আঁখি (৮ম শ্রেণি)
১০. শিশু সাংবাদিক (ছেলে) : সাব্বির রশিদ (৮ম শ্রেণি)
১১. শিশু সাংবাদিক (মেয়ে) : শরিফা আক্তার (৯ম শ্রেণি)

সাভার এনসিটিএফ সদস্যদের জাতীয় সংসদের চলমান অধিবেশন পরিদর্শন

তারিখ : ৪ মে ২০১৬

বাংলাদেশের জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখার জন্য ৪মে ২০১৬ সাভার উপজেলার স্কুল এনসিটিএফ- এর চাইল্ড পার্লামেন্ট সদস্যগন জাতীয় সংসদ ভবন ও চলমান সংসদ অধিবেশন পরিদর্শন করেন। এ উদ্দেশ্যে শিশুরা বিকাল ৩-০০টার মধ্যেই সংসদ ভবন চত্বরে তাদের অভিভাবকদেরসহ হাজির হয়।  শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের মাধ্যমে সংগ্রহকৃত পাশের মাধ্যমে শিশুরা বিকাল ৪-০০ টায় সংসদ ভবনে প্রবেশ করে। শিশুদের সংসদ ভবন ও অধিবেশন পরিদর্শনে সহযোগিতা করার জন্য সংসদ ভবন কর্তৃপক্ষ একজন গাইড নিযুক্ত করে।

গাইডের তত্বাবধানে শিশুরা সংসদ ভবনে প্রবেশ করে প্রথমেই picসংসদের রেপ্লিকা দেখে সংসদ ভবনের কাঠামো ও বিভিন্ন ব্লক সম্পর্কে ধারনা লাভ করে। এরপর তারা সংসদ লাইব্রেরী পরিদর্শন করে। এখানে গবেষনা কর্মকর্তা জনাব শাহীনুর আলম শিশুদেরকে লাইব্রেরীর সংগ্রহ সংখ্যা, পত্রিকা, বৈশিষ্ঠসহ বিভিন্ন তথ্য এবং সংসদ ভবনের নকশা ও কাঠামো সংক্রান্ত বিভিন্ন তথ্য অবহিত করেন। এরপর এনসিটিএফ সদস্যরা জাতীয় সংসদ এর মূল অধিবেশন দেখার জন্য সংসদ গ্যালারীতে প্রবেশ করেন, এ সময় সংসদে সংসদ নেতা প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এবং অনেক সংসদ সদস্য উপস্থিত ছিলেন। শিশুদের পরিদর্শন কালে সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলছিল। শিশুরা আগ্রহ সহকারে এই প্রশ্নোত্তর পর্ব উপভোগ করে। উল্লেখ্য যে সেভ দ্য চিলড্রেনের এ্যাডভোকেসি’র ফলে জাতীয় সংসদে শিশুদের জন্য একটি গ্যালারি / কর্নার তৈরি করে।

পরিদর্শন শেষে শুকুরজান জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় এর সজীব মিয়া ও সাভার বালিকা উচ্চ বিদ্যালয় এর ওয়াহীয়া আহমেদ তাদের অনুভূতির কথা তুলে ধরে । সজীব মিয়া বলেন,“এই ধরনের অধিবেশন আমরা শুনেছি ও টিভিতে দেখেছি কিন্তু আজ সারাসরি দেখে খুবই ভালো লাগল।” ওয়াহীয়া আহমেদ বলেন,“ আমরা দেখতে পেয়েছি সংসদে কী বিষয় নিয়ে আলোচনা হয়, কিভাবে স্পিকার সংসদ পরিচালনা করে, কিভাবে সংসদে প্রশ্ন ও উওর প্রধান করে এবং সবচেয়ে লক্ষনীয় বিষয় এখানে দলমত এক সাথে বসে দেশের উন্নয়নে কথা বলছে। ভবিষ্যৎ এ আমরা এই ধরনের অধিবেশন স্থানীয় পর্যায়ে শিশুদের নিয়ে আয়োজন করা হোক এই আশা রাখি।”

সুনামগঞ্জ এনসিটিএফ এর মে মাসের মাসিক সভা অনুষ্ঠিত

এনসিটিএফ সুনামগঞ্জ জেলা কমিটির মাসিক সভা গত ০২/০৫/২০১৬ তারিখে বিকাল ০৪.৩০ মিনিটে বাংলাদেশ শিশু একাডেমী সুনামগঞ্জ এ অনুষ্ঠিত হয়। সভায় এনসিটিএফ সুনামগঞ্জ এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব বাদল চন্দ্র বর্মন ও ভলেন্টিয়ার: জনাব অাব্দুল্লাহ্ জুবায়ের।
উক্ত সভার আলোচ্য বিষয় ছিল :
শিক্ষাসফর।
সভায় গৃহীত সিদ্ধান্ত 13124548_612243492264582_7043620007325633914_n
আগামী ১৩ই মে ২০১৬ রোজ শুক্রবার বাংলাদেশ শিশু একাডেমী ও এনসিটিএফ সুনামগঞ্জ এর উদ্যোগে শিক্ষা সফর এর আয়োজন করা হয়েছে।

মো:তানভির আহমেদ
চাইল্ড পার্লামেন্ট মেম্বার,
এনসটিএফ সুনামগঞ্জ।

আলোর পথে ছিন্নমূল শিশুরা

স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠান

৫ ই মে ২০১৫ ইং তারিখ বিকাল ৩ঘটিকায় মৌলভীবাজার এর চাঁদনীঘাটস্থ গুজারাই বস্তি এলাকার  ছিন্নমূল অর্ধশতাধিক শিশুদের মধ্যে স্কুল ড্রেস বিতরন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ)মোলভীবাজার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জনাব জসিম উদ্দিন মাসুদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা,মৌলভীবাজার, জনাব ছামসু উদ্দিন ছানু,বীর মুক্তিযোদ্ধা, মাধুরি মজুমদার সহকারি শিক্ষিকা,হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়। শাহীনা বেগম, সহকারি শিক্ষক পি.টি আই সংলগ্ন পরিক্ষন বিদ্যালয়।পারুল বেগম, মহিলা মেম্বার ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ।শহীদুল ইসলাম শানুর কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য, ছিলটি নাগরী বর্ণে।তাজুল ইসলাম নোমান বিশিষ্ট সমাজ সেবক।কাল্লোল দাস বনি সংগঠন অরুনদয় সহ আরো উপস্থিত ছিলেন এনসিটিএফ এর বর্তমান ও উপদেষ্টা কমিটি এবং তারুণ্য এর সকল সদস্যেরা।13166054_859060237538551_6510181010325061066_n13131536_859061027538472_7604876150248832108_o

নববর্ষে পথশিশুদের পাশে দাড়ালো কিশোরগঞ্জ এনসিটিএফ এর সদস্যরা

তনিমা রব তোড়া : নববর্ষকে অনেকেই অনেক রকমভাবে উদযাপন করে, কিন্তু কিছু পথশিশুদের মুখে হাসি ফুটিয়ে নববর্ষকে সবার জন্য আনন্দময় করে তোলার কাজটা হয়তো সবাই নেয় না। কিন্তু এ ধরনের ব্যাতিক্রমি চিন্তাই করেছে এবারের এনসিটিএফ কিশোরগঞ্জ এর সদস্যরা।   বাংলা নববর্ষে শিশুর মুখে হাসি ফুটিয়ে তুলেছে একদল তরুণ, তরুণী যা উপস্থিত অনেকেই আপ্লুত করেছে, করেছে বিমুগ্ধ।  প্রতি বছর বাংলা নববর্ষ বাঙালীর জীবনে আনন্দ নিয়ে আসলেও, প্রত্যেকের জীবনে তা সত্য নয়। এখনও আমাদের সমাজে হতদরিদ্ররা সংখ্যায় অনেক। তাদের মধ্যে তিনবেলা খেতে পারে এমন লোকের সংখ্যা নগন্য। জীবনের তাকিদে তারা সংগ্রাম করে যায় একবেলা খাবারের আশায়। বছরে তাদের সন্তানদের নতুন জামা দেয়ার মত ক্ষমতাটুকুও থাকে না। এসকল হতদরিদ্র শিশুদের নিয়ে দীর্ঘ বছর ধরে কাজ করে আসা ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স ( এনসিটিএফ)  জেলা কমিটি কিশোরগন্জ এবার শিশুদের মাঝে বস্র বিতরণ করে তাদের মুখে একটুকরো হাসি ফুটিয়ে তুলেছে।

শিশুদের মাঝে নতুন কাপড় বিতরন করা হচ্ছে।

শিশুদের মাঝে নতুন কাপড় বিতরন করা হচ্ছে।

এনসিটিএফ কিশোরগন্জ জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক তনিমা রব তোড়া – র উদ্দোগে এবং  জেলা কমিটির সকলের সহযোগীতায় বাংলা ১৪২৩ নববর্ষে বেলা ৩  ঘটিকায় শিশু একাডেমি প্রাঙ্গণে ৫০ জন হতদরিদ্র, পথশিশু এবং প্রতিবন্ধী শিশুদের মধ্যে বস্র বিতরণ কর্মসূচি পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষকা খালেদা ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, প্রধান শিক্ষক আবদুর রব,  শিশু একাডেমির গ্রন্থাগারিক আবুল কালাম আজাদ, জেলা কমিটির সকল সদস্য, অনেক সেচ্চাসেবক তরুণ – তরুণী সহ আরও অনেকে। নববর্ষের দিন বিকালে জেলা শিশু একাডেমি কার্যালয়ে এসব শিশুদের নিয়ে তাদের মা বাবারা এসেছিলেন। এসময় এনসিটিএফ এর সাবেক সাধারণ সম্পাদক তনিমা রব তোড়া এবং নব নির্বাচিত সভাপতি সাদিয়া আক্তার কলি শিশুদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। শেষে শিশুদের হাতে নতুন জামা কাপড় তুলে দেওয়া হয়। এসময় শিশুরা নতুন জামা পেয়ে গায়ের মলিন জামা রেখে তখনই নতুন জামা পরে নেয়। তখন সবার মুখেই জয়ের হাসি।

নরসিংদী এনসিটিএফ এর দ্বি-বার্ষিক নির্বাচন ও সাধারন সভা অনুষ্ঠিত

শিমুল আহমেদ তরঙ্গ : গত ৩১ মার্চ নরসিংদীতে অনুষ্ঠিত হয়ে গেলো এনসিটিএফ জেলা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন এবং বার্ষিক সাধারন সভা। এরই মাধ্যমে জেলা কার্যকরী কমিটিতে আসলো নতুন কিছু মুখ যারা আগামী ২ বছর নরসিংদী জেলার শিশু অধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

এনসিটিএফ একটি জাতীয় পর্যায়ের এবং বাংলাদেশের সর্ব বৃহৎ  শিশু সংগঠন। প্রতিটি জেলায় যার ১১জন সদস্য বিশিষ্ট জেলা কার্যকরী কমিটি রয়েছে। শিশুদের মাঝেও গনতান্ত্রিক ধারা ও মূল্যবোধ অক্ষুন্ন রাখতে প্রতি ২ বছর অন্তর জেলা কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে ১৩-১৬ বছরের শিশুরা অংশগ্রহন করতে পারে। তারই ধারাবাহিকতা অব্যাহত রেখে গত ৩১ মার্চ নরসিংদীতে জেলা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

এদিকে নির্বাচন ও সভায় এনসিটিএফ সাধারন সদস্যদের  সাথে অংশগ্রহন করে নরসিংদী আইডিয়াল স্কুল, ব্রাহ্মন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ইউএমসি উচ্চ বিদ্যালয় এনসিটিএফ সাব কমিটির সদস্যগন। এছাড়াও অংশগ্রহন করে প্রাক্তন জেলা কমিটি।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খলিলুর রহমান খান সজীব। অনুষ্ঠান পরিচালনা করেন এনসিটিএফ নরসিংদীর প্রাক্তন শিশু সাংবাদিক এবং এনসিটিএফ এডিটরিয়াল টিম এর সদস্য শিমুল আহমেদ (তরঙ্গ)। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন জেলা ভলান্টিয়ার এ.কে.এম সেলিম।

**ছবি : শাহাদাত হোসেন ( সাধারন সম্পাদক , এনসিটিএফ নরসিংদী)

সম্পাদনা সহযোগীতায় : সামিয়া নিজাম ( চাইল্ড পার্লামেন্ট মেম্বার, এনসিটিএফ নরসিংদী) 

‘‘শিশু হত্যার প্রতিবাদে এনসিটিএফ মৌলভীবাজার জেলা শাখার স্মারকলিপি প্রদান’’

জিল্লুর রহমানঃ৬ মার্চ ২০১৬ইং তারিখে মৌলভীবাজার এনসিটিএফ শিশু আলভী ও নুসরাত হত্যাকান্ডসহ বাংলাদেশে সংগঠিত সকল শিশু
হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জেলা প্রশাসক মো: কামরুল
হাসান এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে। বর্তমান সময়ে সারা
দেশে যে পরিমান শিশু হত্যা ও নির্যাতনের শিকার হচ্ছে তার জন্য সারা দেশের ন্যায় মৌলভীবাজার
জেলা এনসিটিএফ মর্মাহত। আর এরই ধারাবাহিকতায় ৬৪ জেলার ন্যায় এই ধরনের শিশু হত্যা,
নির্যাতনের সুষ্ঠু ও দ্রুত বিচারের দাবিতে মৌলভীবাজার এনসিটিএফ এই স্মারকলিপি প্রদান
করে। এসময় উপস্থিত ছিলেন তিসা নাজিফা, মাহফুজুর রহমান, মো: জিল্লুর রহমান, জাবেদ
আলী, তারেক আজিজ প্রমুখ।

শিশুরাই আগামীতে নেতৃত্ব দিবে এই দেশকে ….. র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি

আফনান আলম সাকিব: “আগামী দিনের ভবিষ্যত মেধাবী শিশুদের মাঝে আমার থাকতে ভাল লাগে। শিশুরাই আগামীতে

অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের একাংশ

অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের একাংশ

এই দেশকে নেতৃত্ব দিবে। আমি সেখানে ব্রাহ্মণবাড়িয়ার এই মুখগুলোকে দেখতে চাই।” গত ১৮ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে  প্রায় সাত শতাধিক কৃতি শিক্ষার্থীদের মাঝে সবর্ধনা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত  সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এসব কথা বলেন।

এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি সাফায়েত জামিল নওশানের

প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন র আ ম উবায়দুল চৌধুরী এমপি

প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন র আ ম উবায়দুল চৌধুরী এমপি

সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ

হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আল মামুন সরকার। বিশেষ অতিথি ডা. মোহাম্মদ বজলুর রহমান এবং ডা. মো: আবু সাঈদ উপস্থিতিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক ছানিয়া জাহান পুষ্প এবং স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ

জিপিএ-৫ প্রাপ্ত এক শিক্ষার্থীকে প্রধান অতিথি সংবর্ধনা ক্রেস্ট ও সনদ প্রদান করছেন

জিপিএ-৫ প্রাপ্ত এক শিক্ষার্থীকে প্রধান অতিথি সংবর্ধনা ক্রেস্ট ও সনদ প্রদান করছেন

 

শিশু একাডেমী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি সায়েম খন্দকার, শিশু গবেষক কোর কমিটির সভাপতি ফুয়াদ হাসান, চাইল্ড পার্লামেন্টের ডেপুটি স্পিকার সাইদা সানজিদা লোপা, এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা ভলান্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাস, সেতারা আক্তার সেতু, জেলা কমিটির সদস্য এবং  উপদেষ্টাসহ ব্রাহ্মণবাড়িয়া  জেলার বিভিন্ন বয়সের প্রায় সহস্রাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠান শেষে এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া সদস্যদের সাথে উপদেষ্টা, ভলান্টিয়ার এবং এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ

অনুষ্ঠান শেষে এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া সদস্যদের সাথে উপদেষ্টা, ভলান্টিয়ার এবং এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ

 

সম্পূর্ণঅনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিটিএফ সদস্য জান্নাতুল পুকুনাস এবং মুকসিদুল হক সৃজন। আলোচনা সভার পর কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

শিশুদের সমস্যা সমাধানে সর্বোচ্চ সহযোগীতা করা হবে

সাক্ষাৎ শেষে সিএমপির অতিঃ পুলিশ কমিশনারের হাতে এনসটিএফ এর কেন্দ্রীয় প্রকাশনা “আমাদের খবর” তুলে দেন এনসিটিএফ চট্টগ্রামের সদস্যরা

সাক্ষাৎ শেষে সিএমপির অতিঃ পুলিশ কমিশনারের হাতে এনসটিএফ এর কেন্দ্রীয় প্রকাশনা “আমাদের খবর” তুলে দেন এনসিটিএফ চট্টগ্রামের সদস্যরা

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত  পুলিশ কমিশনার জনাব দেবদাস ভট্টাচার্য্য বলেন, চট্টগ্রামে শিশুদের যাবতীয় সমস্যা সমাধান করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সকল ধরনের সহায়তা করা হবে। মাদক গ্রহণ থেকে শিশুদের বিরত রাখতে সব ধরনের কৌশল অবলম্বন করা হবে।

ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স( এনসিটিএফ) চট্টগ্রাম জেলা কমিটির প্রতিনিধিদের সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। গত ১৭ জানুয়ারী দুপুরে চট্টগ্রামের শিশু অধিকার পরিস্থিতি জ্ঞাপনের লক্ষে  এনসিটিএফ সদস্যরা সিএমপি কার্যালয়ে তার সাথে সাক্ষাৎ করেন।  এসময় উপস্থিত ছিলেন সংগঠনের চাইল্ড পার্লামেন্ট সদস্য শাহরিয়ার তামিম সৌরভ, আইনুন নিশাত সিনান এবং মুকাদ্দেসুর রহমান প্রমুখ।

এসময় তিনি আরো বলেন, শিশু অধিকার প্রতিষ্ঠার লক্ষে এনসিটিএফ যে সকল কাজ করে যাচ্ছে তা খুবই চমৎকার। তাদের এই কাজে তারা সফল হবেই।

সাক্ষাৎ শেষে সিএমপির অতিঃ পুলিশ কমিশনারের হাতে এনসটিএফ এর কেন্দ্রীয় প্রকাশনা “আমাদের খবর” তুলে দেন এনসিটিএফ চট্টগ্রামের সদস্যরা।