“ বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৫” উদযাপন করলো গোপালগঞ্জ এন সি টি এফ
Ifat Ara : “শিশু গড়বে সোনার দেশ, পায় যদি সে পরিবেশ” এই প্রতিপাদ্য বিষয় সামনে সারা বাংলাদেশে একযোগে উদজাবিত হল বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৫। বাংলাদেশ শিশু একাডেমী ও গোপালগঞ্জ জেলা প্রশাসন সম্মিলিত আয়োজনে অংশগ্রহন করে জেলার বিভিন্ন বিদ্যলয়ের শতাধিক শিশু শিক্ষার্থী। শিশু সমাবেশ ও র্যালি এর মধ্যদিয়ে শিশু দিবস এর আনুষ্ঠানিকতার শুরু হলেও দিনটি ছিল জেলা এন সি টি এফ এর নিজস্ব আয়োজনে ভরপুর।সকাল ১০।৩০ মিনিটে ৬ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্যালেন্ট শো । বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৩০ জন শিশু এতে লটারির মাধ্যমে বিচারক দের সামনে প্রতিভা তুলে ধরে।বেলা ১২ টায় এন সি টি এফ এর নির্বাহী কমিটির অংশগ্রহণে “ বাংলাদেশের শিশুরা মৌলিক অধিকার পাচ্ছে” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা আয়জন করে। বিতর্কে উঠে আসে বর্তমান প্রেক্ষাপটে শিশুদের মৌলিক অবস্থার পক্ষে ও বিপক্ষে । সম সময়েই রাজন হত্যা, ফেলানি হত্যা, চিকিতস্যা , ধর্ষণ, শিক্ষাবস্থা, দুর্ঘটনা ইত্যাদি।যুক্তি ও উপস্থাপনার মধ্যা দিয়ে বিপক্ষ দল জয় লাভ করে ।









শেষে বাল্য বিবাহ রোধের উপর বিভিন্ন প্রশ্ন করা হয়, প্রশ্নের সঠিক উত্তর দিয়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় । কুষ্টিয়া জেলা এনসিটিএফ এর সভাপতি মো: মুসাব্বির হোসেন শিশু অধিকার, বাল্য বিবাহ ও এনসিটিএফ নিয়ে একটি ডিজিটাল প্রেজেন্টেশন প্রদর্শন করেন । এছাড়াও কুষ্টিয়া জেলা কমিটির বিভিন্ন কার্যক্রম ও সফলতা সমূহ উপস্থাপন করেন ।
কুষ্টিয়া জেলা এনসিটিএফ ২০১২ সাল থেকে চালু কৃত বাল্য বিবাহ বন্ধে হট-লাইন নাম্বার ছাত্র-ছাত্রীদের দেয়া হয় । এ অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা এনসিটিএফর এর উদ্দেশ্য হল, বাল্য বিবাহের চলচিত্র দেখিয়ে ছাত্র-ছাত্রীদের এবং সমাজকে বাল্য বিবাহ রোধে সচেতন করা । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলো এনসিটিএফ জেলা কমিটির সভাপতি মো: মুসাব্বির হোসেন, সাধারন সম্পাদক মো: আরিফুল ইসলাম, সাংগাঠনিক সাম্পাদক মো: আজমাইন মাহাম্মুদ,যুগ্ন সাধারন সম্পাদক নিগার সুলতানা, কুষ্টিয়া জেলা এনসিটিএফ এর শিশু সাংবাদিক এবং খুলনা বিভাগীয় প্রধান মো: সাজিদ হাসান(সৃষ্টি)। এ অনুষ্ঠানে সকল প্রকার সহযোগিতা করে থাকে কুষ্টিয়া জেলা তথ্য অফিস।
