এনসিটিএফকে নিয়ে ভিডিও ডকুমেন্টরী
রাসেল আহমেদ: গত ১৫ ও ১৬ সেপ্টেম্বর রাজশাহীতে খুব সুন্দর আর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে গেল ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স(এনসিটিএফ) রাজশাহী কে নিয়ে এক ভিডিও ডকুমেন্টারির কাজ । প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় দক্ষিন আফ্রিকা থেকে আগত Discovery Channel এর সাংবাদিক ক্রিস মরগান এর মূলত এই ডকুমেন্টারিটি বানানোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের শিশুরা কিভাবে তাদের অধিকার নিয়ে কাজ করে , এনসিটিএফ কিভাবে শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে , শিশু গবেষকদের কাজ কি? কিভাবে তারা শিশু অধিকার সম্বলিত তথ্য সংগ্রহ করছে, শিশুরা তাদের অধিকারের বিষয়ে কতটা সচেতন ইত্যাদি ।
এন সি টি এফ রাজশাহীকে নিয়ে ভিডিও ডকুমেন্টরী তৈরি করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব মোঃ মোশাররফ হোসেন প্রধান ,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাংলাদেশ শিশু একাডেমী ,রাজশাহী। অন্যান্যদের মধ্যে প্ল্যান বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অপারেশনস জনাব ফারুক আলম খান , মো: ববি এবং এন সি টি এফ এর সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার রাসেল আহমেদ , এনসিটিএফ রাজশাহীর জেলা ভলান্টিয়ার ও কার্যনির্বাহী কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।














হেরপুর কার্যালয়ে জেলা কার্যনির্বাহি কমিটির সাথে এক মত বিনিময় সভার আয়োজন করে। সভা চলাকালিন সময়ে ‘সেভ দ্য চিল্ড্রেনের’ গ্লোবাল স্পন্সরশীপ রিভিউ দলের প্রতিনিধি সেভ ইউএস থেকে জ্যাকুইলিন মনোজ ও বৃটানীমস্কস এবং সেভ কোরিয়া থেকে অলিভিয়া চো আসেন। এনসিটিএফ কমিটির সদস্যরা অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। সভাতে উপজেলা এবং জেলা কার্যনির্বাহি কমিটির সদস্যরা এনসিটিএফ এর পূর্ণ ধারনা এবং কর্মকান্ড অতিথিদের সাথে শেয়ার করে।