Posts

সম্পন্ন হয়ে গেল এনসিটিএফ শরীয়তপুরের বিশেষ সভা

সিরাজুল ইসলাম আসিফ: ১৪ নভেম্বর বিকাল ৪টায় এনসিটিএফ শরীয়তপুরের কার্যালয়ের সম্পন্ন হয় ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স ( এনসিটিএফ) শরীয়তপুরের বিশেষ সভায়।  সভার সভাপতিত্ব করেন এনসিটিএফ শরীয়তপুরের সভাপতি তামজীদুল ইসলাম। এছাড়াও উক্ত সভায় আরোও উপস্থিত ছিলেন :আফরিন সুলতানা সিথী : সহ-সভাপতি,মাসুদ হাওলাদার : চাইল্ড পার্লামেন্ট মেম্বার,আলীজা আলী জেরিন : চাইল্ড পার্লামেন্ট মেম্বার ,লিজা আক্তার : শিশু গবেষক, সিরাজুল ইসলাম আসিফ : শিশু সাংবাদিক ,মুহাম্মদ বায়জিদ : উপদেষ্টা ,মিঠুন খান সাগর : জেলা ভলান্টিয়ার ,সাধারণ সদস্য : শুভ,  আসিফ ইকবাল, সভায় আলোচনার মুল বিষয়বস্তু ছিল “শিশু বার্তা” এর বিজয় সংখ্যা প্রকাশ।

সভায় এনসিটিএফ শরীয়তপুর কতৃক প্রকাশিত “শিশু বার্তা,  বিজয় সংখ্যা ” এর সম্পাদনা পরিষদ গঠন করা হয় এবং আগামী ২০ নভেম্বরের মধ্যে লেখা জমার জন্য অনুরোধ করা হয়েছে।

[শিশু সাংবাদিক,এনসিটিএফ শরীয়তপুর ]

শরীয়তপুরে বর্নাঢ্য অয়োজনের মধ্যদিয়ে শেষ হলো সমাপনী অনুষ্ঠান

 

program time

” শিশু গড়বে সোনার দেশ – যদি পায় সে পরিবেশ ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সমগ্র বাংলাদেশের ন্যায়  শরীয়তপুরেও গত ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ  শিশু একাডেমীর  আয়োজনে এবং  ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ)  শরীয়তপুরের সহযোগীতায়   উদযাপিত হয়  শিশু অধিকার সপ্তাহ ২০১৫। তিনদিন ব্যপী  আয়োজন করা হয়েছিল বিভিন্ন প্রতিযোগিতার। প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয় ১৩ অক্টোবর শরীয়তপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ।

উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান  উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  জনাব মো অহেদুজ্জামান ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান,  বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক সাবিনা ইয়াসমিন। এছাড়া মঞ্চে আরও উপস্থিত ছিলেন এনসিটিএফ শরীয়তপুরের  শিশু সাংবাদিক সিরাজুল ইসলাম আসিফ ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মো: শাহিন উদ্দীন । এনসিটিএফ শরীয়তপুরের  শিশু সাংবাদিক সিরাজুল ইসলাম আসিফ এর সাগত কথার মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় অতিথিবৃন্দ তাদের আলোচনার মধ্যে শিশুদের বিষয়ে অনেক গুরুত্বপৃর্ণ কিছু বিষয় তুলে ধরেন। সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক মহাদয় শিশু অধিকার নিয়ে কাজ করার জন্য এনসিটিএফ কে ধন্যবাদ জানায় এবং সর্বদা এনসিটিএফ কে তাদের কাজ চালিয়ে যেতে বলেন,  এবং এনসিটিএফ এর শিশুদের সকল কাজে তিনি সহযোগীতা করার প্রতিশ্রুতি দেন।সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহাদয়  মায়েদের অবদান এবং মায়েদের সচেতনতার বিষয়টি তুলে ধরেন।

এছাড়া সম্মানিত প্রশিক্ষক সাবিনা ইয়াসিন  শ্রমজীবী শিশুদের শিক্ষা সহ অন্যান্য মৌলিক  অধিকার নিশ্চিত করার জন্য সর্বসাধারণকে কাজ করে যেতে বলেছেন।  অনুষ্ঠানের সভাপতি জেলা শিশু বিষয়ক কর্মকর্তার বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘটে।আলোচনা পর্ব শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণের পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।  আর এরই মধ্যে দিয়ে শেষ হয় শিশু অধিকার সপ্তাহ ২০১৫।

সম্পন্ন হয়ে গেল শিশু অধিকার সপ্তাহ উৎযাপন উপলক্ষ্যে  শরীয়তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা। 

CYMERA_20151011_113617

” শিশুরা গড়বে সোনার দেশ,  যদি পায় সেই পরিবেশ ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শিশু অধিকার সপ্তাহ উৎযাপন উপলক্ষ্যে  শরীয়তপুরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা সম্পন্ন করে ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স ( এনসিটিএফ)  শরীয়তপুর।  দুইশতাধিক প্রতিযোগীদের অংশগ্রহণে সুষ্ঠভাবে সম্পন্ন হয় কুইজ প্রতিযোগিতা।  এসময় উপস্থিত ছিলেন এনসিটিএফ শরীয়তপুরের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি : আফরিন সুলতানা সিথী, চাইল্ড পার্লামেন্ট মেম্বার : আলীজা আলী জেরিন, চাইল্ড পার্লামেন্ট মেম্বার : মাসুদ হাওলাদার, শিশু সাংবাদিক : ঝুমুর আক্তার তন্নী, শিশু সাংবাদিক : সিরাজুল ইসলাম আসিফ, সাবেক সভাপতি : বায়জিদ আহম্মেদ, জেলা ভলান্টিয়ার : মিঠুন খান সাগর এবংজেলা ভলান্টিয়ার : সুমাইয়া সারমিন সহ আরো অনেকে ।

[ সিরাজুল ইসলাম আসিফ,

শিশু সাংবাদিক,

এনসিটিএফ শরীয়তপুর ]

NCTF Shariatpur completed their monthly meeting

uIMG_20151001_163838 IMG_20151001_171227

NCTF Shariatpur completed their monthly meeting

On 1st October National Children’s Task Force (NCTF) Shariatpur arranged their monthly meeting and took some decision for work further.

The issues that they discussed and planed in the meeting were: 

On 3rd  October they will set up a club committee in Shisu Poribar (Child family)

·        On 10th October Saturday they will arrange quiz competition for children of girl’s school.

·        On 10th October evening at 4 pm they will arrange a debate competition for the members of NCTF committee.

·        On 12 October they will call a meeting for the guardian,

·        They will collect case story, news, Drawing, poem for Amader Khobor (Our News) magazine.

সম্পন্ন হয়ে গেল এনসিটিএফ শরীয়তপুরের অক্টোবর মাসের মাসিক সভা

গত ১ অক্টোবর, এনসিটিএফ শরীয়তপুরের কার্যালয়ে এনসিটিএফ শরীয়তপুরের অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন এনসিটিএফ শরীয়তপুরের সহ-সভাপতি “আফরিন সুলতানা সিথী ”

শিশু অধিকার সপ্তাহ উদযাপন সহ বিভিন্ন কাজ করার সিধান্ত গ্রহণ করে এনসিটিএফ শরীয়তপুর। সভায় গ্রহণকৃত অন্যতম সিধান্ত সমুহ হলো ঃ
* শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আগামী ১০ অক্টোবর শরীয়তপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা ।
* শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আগামী ১০ অক্টোবর বিকাল ৪ টায় এনসিটিএফ শরীয়তপুরের কার্যনির্বাহী কমিটির মধ্যে বির্তক প্রতিযোগিতা।
* ১২ অক্টোবর এনসিটিএফ শরীয়তপুরের উদ্যোগে অভিভাবক সভার আয়োজন।
ইত্যাদি।

সম্পন্ন হয়ে গেল এনসিটিএফ শরীয়তপুর এর সেপ্টেম্বর মাসের মাসিক সভা

সিরাজুল ইসলাম আসিফ: আজ ৩রা সেপ্টেম্বর বিকাল ৪টায় এনসিটিএফ শরীয়তপুরের কার্যালয়ের এনসিটিএফ শরীয়তপুরের সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন এনসিটিএফ শরীয়তপুরের সহ-সভাপতি আফরিন সুলতানা সিথী । সভায় আরো উপস্থিত ছিলেন :
সাধারণ সম্পাদক : মিতু আক্তার  ।
সাংগঠনিক সম্পাদক : রিমন মল্লিক ।
শিশু সংসদ  সদস্য : মাসুদ হাওলাদার ।
শিশু সংসদ  সদস্য : আলিজা আলী  জেরিন ।
শিশু সাংবাদিক : সিরাজুল ইসলাম আসিফ ।
শিশু সাংবাদিক : ঝুমুর আক্তার তন্নী ।
শিশু গবেষক : দেলোয়ার হোসেন সিফাত ।
শিশু গবেষক : লিজা আক্তার ।
জেলা ভলান্টিয়ার : সুমাইয়া শারমিন ।
জেলা ভলান্টিয়ার : মিঠুন খান সাগর ।
সাধারণ সদস্য : শুভ, আমিনুল এবং আসিফ ইকবাল . এবং
এনসিটিএফ শরীয়তপুরের সাবেক সাধারণ সম্পাদক এবং উপদেষ্টা : শহীদুল ইসলাম তানভীর ।

মাসিক সভায় গ্রহণকৃত সিদ্ধান্ত সমুহ :
*১* সভা জেলা কমিটির অন্যান্য সদস্যদের সম্মতি সাপেক্ষে দেলোয়ার হোসেন সিফাত এবং লিজা আক্তার কে শিশু গবেষক হিসেবে জেলা কমিটিতে নেওয়া হয়েছে ।
*২* আগামী রবিবার থেকে  এনসিটিএফ শরীয়তপুর , জেলার ৬টি স্কুলে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা এবং স্কুল ক্লাব কমিটি গঠন কার্য শুরু করবে ।
*৩* ঈদুল আযহা উপলক্ষে এনসিটিএফ শরীয়তপুরের পক্ষ থেকে পথ শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ।
*৫* বিশ্ব শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে এনসিটিএফ শরীয়তপুর এর উদ্দ্যোগ এ আন্ত স্কুল শিশু ক্লাব কমিটির বিতর্ক প্রতিযোগিতা ।

*৬* স্কুলে শিশুদের শারীরিক এবং মানসিক শাস্তি বন্ধের জন্য জেলা প্রশাসক এবং স্কুলের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা ।
*৭* শিশু অধিদপ্তর করার দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান ।
*৮* শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে এনসিটিএফ শরীয়তপুরের জেলা কমিটির সদস্যদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা ।
বিতর্কের বিষয় “শিশু অধিকার রক্ষার্থে পরিবারই মুখ্য ভুমিকা পালন করে” ।

এছাড়াও আরো অন্যান্য বিষয়েও সিধান্ত নেওয়া হয় ।

[ সিরাজুল ইসলাম আসিফ,
শিশু সাংবাদিক,
এনসিটিএফ শরীয়তপুর. ]

সম্পন্ন হলে গেল এনসিটিএফ শরীয়তপুরের আংগারিয়া উচ্চ বিদ্যালয় এবং আংগারিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন

সিরাজুল ইসলাম আসিফঃ গত ১৩ আগস্ট সম্পন্ন হলে গেল এনসিটিএফ শরীয়তপুরের আংগারিয়া উচ্চ বিদ্যালয় এবং আংগারিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষার্থীদের এনসিটিএফ সম্পর্কে ধারণা প্রদান । এসময় শিক্ষার্থীদের এনসিটিএফ সম্পর্কে ধারণা প্রদান করে জেলা ভলান্টিয়ার সুমাইয়া শারমিন ও মুহাম্মদ বায়জিদ এবং উপদেষ্টা সদস্য মিঠুন খান সাগর এছাড়াও এনসিটিএফ শরীয়তপুরের শিশু সাংবাদিক সিরাজুল ইসলাম আসিফ । পরিদর্শন দলের সাথে আরো উপস্থিত ছিল এনসিটিএফ শরীয়তপুরের সাধারণ সম্পাদক- মিতু আক্তার, যুগ্ন সাংগঠনিক সম্পাদক- সবুজ, চাইল্ড পার্লামেন্ট সদস্য- মাসুদ হাওলাদার ও জেরিন এবং সাধারণ সদস্য- শুভ।

স্কুল দুটিতে এনসিটিএফ সদস্য ফরম বিতরন করা হয়েছে এবং খুব শীঘ্রই সেখানে স্কুল কমিটি গঠন করা হবে।

সম্পন্ন হয়ে গেল এনসিটিএফ শরীয়তপুরের মাসিক সভা ।

সিরাজুল ইসলাম আসিফ:  আজ ১২ই আগস্ট বিকাল ৪ :৩০ থেকে ৬:৩০ পর্যন্ত সময় জুড়ে হয়েছিল এনসিটিএফ শরীয়তপুরের মাসিক সভা । সভায় সভাপতি , সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে সভাপতিত্ব করে এনসিটিএফ শরীয়তপুরের সাংগঠনিক সম্পাদক  রিমন । সভায় অনেক বিষয়েই সিদ্ধান্ত গ্রহণ করা হয় তারমধ্যে অন্যতম কিছু  হলো :
*সদস্য বৃদ্ধির জন্য আগামী ১৩ই আগষ্ট বৃহস্পতি বার সকাল ১০টায় আংগারিয়া উচ্চ বিদ্যালয় এবং আংগারিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন এবং ছাত্রছাত্রীদের এনসিটিএফ সম্পর্কে ধারনা প্রদান করতে যাবে এনসিটিএফ শরীয়তপুর ।
*শিশু হত্যা এবং শিশু নির্যাতন প্রতিরোধ মানব বন্ধন করার পরিকল্পনার করেছে এনসিটিএফ শরীয়তপুর ।
*অভিভাবকদের নিয়ে সভা করার পরিকল্পনাও করেছে এনসিটিএফ শরীয়তপুর ।
সভায় জেলা ভলান্টিয়ার সুমাইয়া আপু বলেছেন যে , “সবাইকে একসাথে হয়েই কাজ করতে হবে এবং  এনসিটিএফ কে নিজে মত করে ভাবতে শিখতে হবে “।
এছাড়াও সভায় আরও অন্যান্য বিষয়েও আলোচনা হয় ।

সভায় কার্যনির্বাহী কমিটির সদস্য , সাধারণ সদস্য , জেলা ভলান্টিয়ার আপু ও ভাইয়া এবং এনসিটিএফ শরীয়তপুরের উপদেষ্টা মিঠুন ভাইয়া উপস্থিত ছিল ।

এনসিটিএফ শরীয়তপুরের দিনব্যাপী আনন্দ ভ্রমণ ও উৎসব আয়োজন

সিরাজুল ইসলাম আসিফঃ গত ২৪ শে জুলাই , ২০১৫ ইং এ এনসিটিএফ শরীয়তপুরের কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়ে ছিল । উক্ত আনন্দ ভ্রমন সম্পন্ন হয়েছিল শরীয়তপুর জেলার , নরিয়া উপজেলার , কলকাঠিতে আবস্থিত মর্ডান ফেন্টাসি কিংডম এ । আনন্দ ভ্রমনে এনসিটিএফ শরীয়তপুরের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা ভলেন্টিয়ারের পাশাপাশি আরো উপস্থিত ছিল  এনসিটিএফ শরীয়তপুরের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্যরা , সেভ দ্যা চিল্ড্রেনের ইয়ুথ ভলেন্টিয়ার মমতাজুল ইসলাম রুমন এবং এনসিটিএফ-মাদারীপুরের কার্যনির্বাহী কমিটির সদস্যরা ও এনসিটিএফ-মাদারীপুরের জেলা  ভলেন্টিয়ার।

এনসিটিএফ শরীয়তপুরের ইফতার অনুষ্ঠান

সিরাজুল ইসলাম আসিফঃ গত ১৫ই জুলাই বুধবার ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) শরীয়তপুরের স্ব-উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠান এনসিটিএফ শরীয়তপুরের কার্যালয়ের অনুষ্ঠিত হয় । ইফতার অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন এনসিটিএফ শরীয়তপুরের সভাপতি  তামজীদুল ইসলাম । উক্ত ইফতার আনুষ্ঠানে এনসিটিএফ শরীয়তপুরের বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যগন এবং এনসিটিএফ শরীয়তপুরের সাবেক সদস্যরা এবং সাবেক জেলা ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন ।

এনসিটিএফ শরীয়তপুরের সরকারি শিশু পরিবার পরির্দশন

dscn2451

শিশুদের সাথে পরিদর্শক দলের আলোচনা।

dscn2442

শিশু পরিবারের একজন শিশুর সাক্ষাৎকার চলছে।

 

ঝুমুর আক্তার তন্নীঃ গত ২০ই জুন  ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) শরীয়তপুর জেলা শাখা কমিটি শরীয়তপুর জেলার সরকারি শিশুপরিবার পরিদর্শন করে। পরিদর্শক দলটি শিশুদের সাথে লেখা-পড়া ও অন্যান্য বিষয়ে খোজ খবর নেওয়া সহ তাদের বিকাশের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে। শিশু পরিবারের শিশুরা লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা নিয়েও অনেকটা
এগিয়ে আছে। এদিকে শিশুদের সাথে কথা বলার সময় শিশুরা জানায় যে, তাদের খেলার সামগ্রী যদি আরো বেশি হতো এবং সাংস্কৃতিক সুবিধা দেওয়া হতো তাহলে তাদের জন্য আরো ভালো হতো। শরীয়তপুর সরকারী শিশু পরিবারের শিশুরা তাদের জীবনকে অনেক সুন্দর করে গড়ে তুলছে সেখানে।

শিশু পরিবারের ভবনের বিভিন্ন অংশ ভাঙ্গা এবং অপরিস্কার দেখা গেছে। শিশুপরিবার পরিদর্শন টিমে ছিলেন এনসিটিএফ-শরীয়তপুরের  সহ-সভাপতি- আরিফিন সুলতানা সিথী, চাইল্ড পার্লামেন্ট মেম্বার- আলিজা আলী জেরিন, শিশু গবেষক- হাসান মাহমুদ ও মোরশেদা আক্তার ওয়েশ, শিশু সাংবাদিক- ঝুমুর আক্তার তন্নী ও সিরাজুল ইসলাম আসিফ, জেলা ভলান্টিয়ার- মোঃ বায়েজীদ ও মিঠুন খান সাগর এবং কেন্দ্রীয় ইয়ুথ ভলান্টিয়ার- মমতাজুল ইসলাম রুমন।

এনসিটিএফ শরীয়তপুরের পক্ষ থেকেও আমরা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে অনুরোধ করছি  যেন শিশু পরিবারের অবকাঠামো উন্নয়ন সহ শিশুদের বিকাশের জন্য তথ্য প্রযুক্তির ব্যবহারের ব্যবস্থা এবং সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়।